বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১০:০৭:৪৬

মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: আমির খান

মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: আমির খান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান বলেছেন, ‘মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম কখনোই সমর্থন করে না’। সম্প্রতি তিনি ‘রামনাথ জয়েনকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ওই কথা বলেছেন আমির খান। এসময় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে ইসলাম কিংবা ধর্মের নামে যে হত্যাযজ্ঞ প্রায়শই ঘটে চলেছে তা কখনোই ধর্মীয় সিদ্ধিলাভের জন্য নয়, বরং বিকৃতচিন্তা চরিতার্থ করতেই এমনটি ঘটছে’। সম্প্রতি প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে আমির বলেন, ‘আমি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোই জানি। ইসলামের নামে পৃথিবীজুড়ে যা হচ্ছে, তা কখনোই ইসলাম সমর্থন করে না। যে ব্যক্তি কোরান আকড়ে ধরে মানুষ খুন করে, সে হয়তো ভাবছে ইসলামের জন্য সে এগুলো করছে, কিন্তু আমি একজন মুসলমান হিসেবে বলছি, ইসলাম কখনোই এগুলো সমর্থন করে না’। এমনকি বিশ্বজুড়ে কোনো খুন খারাবি হলেই যে মুসলমানদের উপর দোষ চলে আসে সে বিষয়েও নিজের বক্তব্য দিয়েছেন আমির খান। এ প্রসঙ্গে আমির বলেন, ‘যারা নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করছে, আমি মনে করি তারা মুসলিম নয়। সবার মত এসব সহিংস হত্যাকাণ্ডে আমিও উদ্বিগ্ন। কিন্তু যারা মানুষ হত্যা করছে তারা যে মুসলমান, তাতো প্রমাণ হচ্ছে না। তাহলে কিভাবে মুসলমানের নামে এসব হত্যার দায় চাপিয়ে দেয়া হয়’? মুসলমানের নামে এগুলোকে আমির খান ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন। তাছাড়া হত্যাকারীদের মুসলমান হিসেবে নয়, বরং টেরোরিস্ট হিসেবেই যেন চিহ্নিত করা হয় সে কথাও জানান। এছাড়া ধর্মীয় গোড়ামি এবং কট্টর পন্থা নিয়ে তার ভয়ের কথাও সরাসরি বলেন আমির। আজকে যা ‘আইএস’, পরশু তা অন্য সংঘটনের নামে আসবে; এটাতো স্রেফ উগ্র চিন্তার ফসল। ধর্মীয় এমন উগ্রচিন্তা সব ধর্মেই কমবেশী আছে। আর এই উগ্রচিন্তাটাই আসলে এখন ভয়ের কারণ। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে