ভারতের অসহিষ্ণুতার প্রশ্নে শাহরুখের উল্টো সুর!
বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে তোপের মুখে পড়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তিনি তার অবস্থান থেকে সরে এসে এবার বললেন ভিন্ন কথা!
সোমবার মিড ডে’র সঙ্গে আলাপকালে অসহিঞ্চুতা নিয়ে করা তার মন্তব্যকে অস্বীকার করেন শাহরুখ।
তিনি বলেন, ‘কখনোই আমি বলিনি ভারত অসহিঞ্চু। আমি যখনই কোনো বিষয় সম্পর্কে বলি বা করি প্রায়ই সেগুলোকে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করা হয়। এটা খুবই বিরক্তিকর।’
শাহরুখ আরও বলেন, ‘ আমাকে যখন ধর্মীয় অসহিঞ্চুতা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম, এই বিষয়টা নিয়ে কথা বলতে ভালো লাগে না। কিন্তু তারা যখন জোর করলো, আমি তখন শুধু বলেছিলাম, যুব সমাজকে এই ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দেশটার প্রতি নজর দেয়া উচিত।’
শাহরুখের এমন মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছিল বিজেপি নেতারা। কেউ কেউ ‘পাকিস্তানি এজেন্ট’ খেতাবও দিয়েছিলেন বাদশাকে। কেউ কেউ আবার বলেছিল পাকিস্তানে গিয়ে থাকতে।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�