আমির খানের পাশে দাঁড়ালেন এআর রহমান
বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে চাপে পড়েছেন বলিউডের সুপারস্টার আমির খান। এ মুহুর্তে তাকে নিয়ে ভারতজুড়ে বয়ে চলেছে তীব্র ঝড়।
তার পাশে নেই তার সহশিল্পীরাও। এমনকি সহশিল্পীরাও তাকে কটাক্ষ করতে কুণ্ঠাবোধ করছেন না। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন আমিরের পাশে এসে দাঁড়ালেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান।
মঙ্গলবার এ আর রহমান বলেন, ‘আমির খানের মতই তিনি একই পরিস্থিতিতে পড়েছেন মাস দুয়েক আগে’।
মুম্বাইয়ের রাজা একাডেমির ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি। ইরানের ছবি 'মুহম্মদ'-এর গানে সুর দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেইসময় দিল্লি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে রহমানের অনুষ্ঠান বাতিল করে দেন।
বিশ্ব হিন্দু পরিষদ তাকে ফের হিন্দুত্বে ফেরানোর জন্য আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সভ্য সমাজে এই ধরনের ঘটনা স্বাভাবিক নয়।
রহমান বলেন, 'কোনোকিছুই হিংস্র হওয়া উচিৎ নয়। আমরা সবাই সভ্য সমাজের বাসিন্দা। আমাদের গোটা বিশ্বকে দেখিবে দেওয়া উচিৎ যে আমরাই সবথেকে বেশি সভ্য।'
পুরস্কার ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুতেই ভদ্রভাবে প্রতিবাদ জানানো উচিৎ। পুরস্কার ফেরত দেওয়াটা ভীষণ নাটকীয়। আমরা মহাত্মা গান্ধীর দেশে থাকি। তিনি দেখিয়ে দিয়েছিলেন হিংস্রতা ছাড়াই আমরা কিভাবে বিপ্লব ঘটাতে পারি।'
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�