বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০২:০৭:৫২

এবার আমির খানের পাশে তসলিমা নাসরিন

এবার আমির খানের পাশে তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বেশ বে-কায়দায় আছেন বলিউড সুপারস্টার আমির খান। একদিকে বিজেপি নেতাদের কটাক্ষ, অন্যদিকে সহশিল্পীদের কটাক্ষ। সব মিলিয়ে ভালোয যাচ্ছে না এই সুপারস্টারের সময়টা। এরমধ্যে আবার গুঞ্জনও উঠেছে, তিনি গ্রেফতার হতে পারেন! এদিকে অবস্থা যখন এমন, তখন তার পক্ষে এসে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী এ আর রহমান। আর এবার তার পাশে এসে দাঁড়ালেন আলোচিত লেখক তসলিমা নাসরিন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বিপদে পড়া আমির খানকে সহানুভূতি জানিয়ে টুইট করেছেন তসলিমা নাসরিন, রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী আমির খানের পক্ষে টুইট বার্তায় বলেন, ‘মোদি ও কেন্দ্রের বিরুদ্ধে যারা প্রশ্ন তুলছেন, তাদের দেশদ্রোহী ও উদ্দেশ্যপ্রণোদিত বলা উচিত নয়। তার বদলে সমালোচকদের সঙ্গে কথা বলুক কেন্দ্র। বোঝার চেষ্টা করুক কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করছেন তারা। এ দেশে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়, গায়ের জোরে বা ভয় দেখিয়ে নয়।’ অসহিষ্ণুতা বিতর্কে আমির খানের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। টুইটে তিনি লিখেছেন, আমির খানের বলা প্রতিটি শব্দ ভীষণ সত্য। এভাবে মুখ খোলার জন্য আমির খানকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। আমির খান ইস্যুতে এবার টুইটে তোপ তসলিমা নাসরিনেরও। তার মতে, বিশ্বের সব জায়গাতেই অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়েছে। তবে আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য সবচেয়ে নিরাপদ ভারতই। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে