বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৩৫:২৭

সহশিল্পীদের তোপের মুখে আমির খান!

সহশিল্পীদের তোপের মুখে আমির খান!

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বেশ বে-কায়দায় আছেন বলিউড সুপারস্টার আমির খান। একদিকে বিজেপি নেতাদের কটাক্ষ, অন্যদিকে সহশিল্পীদের কটাক্ষ। সব মিলিয়ে ভালোয যাচ্ছে না এই সুপারস্টারের সময়টা। এরমধ্যে আবার গুঞ্জনও উঠেছে, তিনি গ্রেফতার হতে পারেন! ভারতকে অসহিষ্ণু বলার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বলিউডের চকলেট বয়খ্যাত রণবীর কাপুর। আমির খান ইস্যুতে তিনি লিখেছেন, ‘ভারতকে অসহিষ্ণু বলার কোনও যুক্তি নেই’। বলিউডের এক সময়কার পর্দা কাঁপানো অভিনেত্রী রাবিনা ট্যান্ডন আমির খানের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘উনি ভারতের জন্য কি করেছেন’? তিগমাংশু ধুলিয়া লিখেছেন, ‘একজন হিন্দু হিসেবে আমি সুরক্ষিত, একজন মুসলিম হিসেবে… বলতে পারছিনা’। খ্যাতিমান সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় দাবী করেছেন, ‘ভারত একটি সহিষ্ণু দেশ’। নিজেকে গর্বিত দাবী করে আরসাদ ওয়ারশি বলেছেন, ‘আমি একজন গর্বিত ভারতীয় মুসলিম, আমি এদেশেই থাকতে চাই’। এছাড়া খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ আমির খান ইস্যুতে বলেছেন, ‘আমার কাজ যদি এটা প্রমাণ করতে না পারে যে আমি একজন গর্বিত ভারতীয়, তাহলে আর কিছুই তা প্রমাণ করতে পারবে না’। ভারত জন্ম গ্রহণ করে নিজেকে গর্বিত দাবী করে অনুপম খের বলেছিন, ‘শুধুমাত্র দোষারোপ না করে কিভাবে পরিস্থিতি শোধরানো যায় সেদিকে নজর দেওয়া উচিৎ। ভারত ভালোবাসার দেশ। আমি এই দেশে জন্মে গর্বিত’। আমির খানকে তীব্রভাবে কটাক্ষ করে পরেশ রাওয়াল লিখেছেন, ‘অসহিষ্ণুতা! পিকে হিন্দু ভাবাবেগে আঘাত করেছিল। কিন্তু 'সংখ্যাগরিষ্ঠ'দের কোনও বিক্ষোভের মুখে পড়তে হয়নি আমরিকে। উল্টে ছবিটা হিট হয়েছিল আর কোতি টাকা কামিয়েছিল’। বলিউডের গুণী নির্মাতা রাম গোপাল ভর্মাও আমির খান ইস্যুতে লিখেছেন, ‘যে দেশে তিনজন সুপারস্টারই মুসলিম, সেই দেশে কোনও অসহিষ্ণুতা নেই’। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে