বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:৪৪:২৫

হবু বউ’র ছবি পোস্ট করে বিপাকে সিয়াম

হবু বউ’র ছবি পোস্ট করে বিপাকে সিয়াম

বিনোদন ডেস্ক: আবারও গার্লফ্রেন্ডকে নিয়ে প্রকাশ্যে আসলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখা যায় তাকে তার হবু বউ’র ছবি পোস্ট করতে। তবে এবার তিনি নিজের ফেসবুক পেইজে প্রোফাইল পিকটাই দিলেন তার সাথে গার্লফ্রেন্ডের একটি ছবি।  ছবিতে দেখা যাচ্ছে  সিয়ামের সাথে তার গার্লফ্রেন্ডের রোমান্টিক কিছু দৃশ্য একই ফ্রেমেবন্দি । তবে ছবিটি পোস্ট করার সাথে ভক্তরা নানা মন্তব্য করতে থাকেন।

সজবি নামে একজন লিখেছেন, ‘দেখতে হবেনা মেয়েটা কোন জেলার। আপনিতো ভাই এখন নোয়াখাইল্যা জামাই। দাওয়াত রইলো নোয়াখালীতে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে।’

সুমাইয়া সারাহ নামে আরেকভক্ত লিখেছেন, ‘সিয়ামের কাপল পিক আপলোড দেয়া আর শত শত নারীকুলের ঘুম হারাম।’ মামুনুর রশিদ নামে আরেকভক্ত লিখেছেন, ‘ভাইয়া অাপনার গফ নে এটা? অসাধারণ অাছে, তবে অাপনার থেকে একটু লম্বা লাগতেছে।’

ইব্রাহিম রাশেল নামে আরেকভক্ত লিখেছেন, ‘যেসব মেয়েরা এতদিন সিয়াম ভাইয়ের ছবি নিয়ে স্বপ্ন দেখতো, তাদের কি হপে?’ইমন নামে আরেকজন লিখেছেন, ‘মেয়েটা কিছু লম্বা মনে হচ্ছে আপনার থেকে।’তানজিন হোসাই নামে আরেকভক্ত লিখেছেন, ‘বিয়া সারাইলাইছেন নি?’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে