আমিরকে নিয়ে যা বললেন বলিউড শিল্পীরা
বিনোদন ডেস্ক : ভারতজুড়ে অসহিষ্ণুতা বিরাজ করছে। আর এই নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। সেই এক মন্তব্যেই পুরো ভারতজুড়েই চলছে দমকা হাওয়ার বেগে ঝড়-তুফান। এদিকে ওই এক মন্তব্যের জন্য আমির খানকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে পৃথক দু’টি মামলা হয়েছে। পাশাপাশি ধর্মীয় উগ্রপন্থীসহ নিজের সহশিল্পীদের কাছ থেকে একের পর এক তীব্র সমালোচনার তীরও ধেয়ে আসছে এই সুপারস্টারের দিকে। বলা চলে পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত।
আমিরের সহশিল্পীরা যেসকল মন্তব্য করেছেন তা তুলে ধরা হল :
১. ভারতকে অসহিষ্ণু বলার কোনও যুক্তি নেই: রনবীর কাপুর।
২. উনি ভারতের জন্য কি করেছেন? : রবীন ট্যান্ডল।
৩. একজন হিন্দু হিসেবে আমি সুরক্ষিত, কিন্তু একজন মুসলিম হিসেবে বলতে পারছিনা : তিগমাংশু ধুলিয়া।
৪. ভারত একটি সহিষ্ণু দেশ : বাবুল সুপ্রিয়।
৫. আমি একজন গর্বিত ভারতীয় মুসলিম, আমি এদেশেই থাকতে চাই : আরসাদ ওয়ারশি
৬. আমার কাজ যদি এটা প্রমাণ করতে না পারে যে আমি একজন গর্বিত ভারতীয়, তাহলে আর কিছুই তা প্রমাণ করতে পারবে না : নাসিরুদ্দিন শাহ।
৭. শুধুমাত্র দোষারোপ না করে কিভাবে পরিস্থিতি শোধরানো যায় সেদিকে নজর দেওয়া উচিৎ। ভারত ভালোবাসার দেশ। আমি এই দেশে জন্মে গর্বিত : অনুপম খের।
৮. অসহিষ্ণুতা বলছে আমির! ‘পিকে’ ছবিটি হিন্দু ভাবাবেগে আঘাত করেছিল। কিন্তু 'সংখ্যাগরিষ্ঠ'দের কোনও বিক্ষোভের মুখে পড়তে হয়নি আমরিকে। উল্টো ছবিটা হয়েছিল বেপক হিট আর কামিয়েছিল কোটি টাকা : পরেশ রাওয়াল।
৯. যে দেশে তিনজন সুপারস্টারই মুসলিম, সেই দেশে কোনও অসহিষ্ণুতা নেই : রাম গোপাল ভার্মা।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�