বাবার ৮০তম জন্মদিনে যা বললেন তিন খান
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : পরিবার সালমান খানের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এ কথা আগেও বহু বার বলেছেন বলিউডের ভাইজান। বাবা সেলিম খানের জন্মদিনে সোশাল মিডিয়ায় গ্রুপসেলফি শেয়ার করে ফের একবার সে কথা মনে করিয়ে দিলেন সালমান খান। গতকাল ছিল তার বাবা সেলিম খানের ৮০তম জন্মদিন। আরবাজ খান ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে সেলিম খানের সঙ্গে তিন ‘খান ব্রাদারস’কে দেখা যাচ্ছে। সালমানের কথায়, ‘বাবা আমার কাছে সব কিছু। আমার পরিবার আমার সাপোর্ট পিলার। তারা না থাকলে আমি আজকের এ জায়গায় এসে পৌঁছতে পারতাম না।’ আরবাজ জানিয়েছেন, ‘বাবার ৮০ বছর বয়স হল। উনি আমাদের সকলের অনুপ্রেরণা।’
বলিউডের খান ভাইয়েরা যেভাবে সকলে একসঙ্গে থাকেন তা সকলের কাছেই অনুপ্রেরণা। জানেন কী ভাবে এই স্পিরিট ধরে রেখেছেন তারা? সালমানের কথায়, ‘আমি জানি এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে থাকা সব সময় সম্ভব হয় না। ঘরের সাইজ ছোট ছোট, কিন্তু সদস্য সংখ্যা বাড়তে থাকে। তবে একই ছাদের তলায় থেকে সম্পত্তির জন্য একে অপরের সঙ্গে রেষারেষি করার চেয়ে আলাদা থেকে একে বিপদে অপরের পাশে থাকা ভাল।’ 
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �