‘বিগ বস ৯’-এর ঘরে একসাথে দুই বস!
বিনোদন ডেস্ক : এত দিন ‘বিগ বস’এ একাই রাজত্ব করেছেন সালমান খান। এ বার কি তার সেই জনপ্রিয়তায় ভাগ বসাতে চলেছেন শাহরুখ খানও? এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না ওই অনুষ্ঠানের আয়োজকরা। শোনা যাচ্ছে, ‘বিগ বস ৯’-এর ঘরে একসাথে দেখা যেতে পারে এই দুই বলিউড তারকাকে।
শাহরুখকে নিজের শোতে নিয়ে আসার বিষয়ে নাকি প্রথম আগ্রহটা দেখিয়েছেন সালমান খানই। তিনি বলেছিলেন, ‘আমি শাহরুখকে আমার শোতে নিয়ে আসতে চাই। যদি ওর সময় থাকে আর যদি আসতে চায়, তাহলে দারুণ হবে।’ শাহরুখ যদি প্রতিযোগীদের সঙ্গে কিছু সময় কাটাতে চায়, তাহলে স্বাগত বলে জানিয়েছেন ‘ভাইজান’।
দুই খানের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের যে গসিপ বলিউ়়ডে চালু রয়েছে তা কিছুদিন ধরেই যেন ভাঙার চেষ্টা করছেন দু’জনে। সোশাল মিডিয়ায় একে অপরের আসন্ন ছবির প্রচার করছেন। কখনও শাহরুখের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে তার বাংলোয় মধ্যরাতে পৌঁছে যাচ্ছেন সালমান। আবার কখনও বা হিট-অ্যান্ড-রান মামলার রায়ের পর সালমান খানের বাড়িতে দেখা করতে যাচ্ছেন শাহরুখ খান। সব মিলিয়ে ‘বিগ বস ৯’-এ খানেদের ‘খানদানি’ উপস্থিতি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�