বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৫৯:০৯

আমির যা বলেছেন, আমরা কেউ কি তা বুঝেছি?

আমির যা বলেছেন, আমরা কেউ কি তা বুঝেছি?

বিনোদন ডেস্ক : গেল গেল রব উঠেছে আমির খানের মন্তব্যকে ঘিরে। বলিউডের এই মেগাস্টার দেশদ্রোহী, দেশ ছেড়ে পালাতে চাইছেন। এই দেশই তাকে আমির খান বানিয়েছে এটা তিনি ভুলে গিয়েছেন। গত দু দিনে এরকম একের পর এক কিছু শক্তিশালি কথার আঘাত শুনতে হয়েছে পিকে স্টারকে। সেদিন আসলে ঠিক কী বলেছিলেন আমির খান? সত্যিই কী তিনি দেশ ছাড়ার কথা বলেছেন? সাক্ষাত্‍‌কারটি কিন্তু অন্য কথা বলছে। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। আমির এতো আক্রমণের ফলেও নিজের মন্তব্য থেকে এতটুকুও মুখ না ফিরিয়ে জবাব দিয়েছেন তার নিন্দুকদের। সাফ জানিয়েছেন, যারা তার মন্তব্যের বিরোধিতা করছেন, তারা হয় তার সাক্ষাত্‍‌কারটি দেখেননি, নয়তো ইচ্ছাকৃতভাবে তার মন্তব্যকে বিকৃত করতে চাইছেন। চিলে কান নিয়ে গেল শুনে চিলের পেছনে না ছুটে, মূল সাক্ষাত্‍‌কারটির দিকে একবার প্রত্যক্ষ করলেই বোঝা যায়, আমিরের জবাবের মাঝে যথেষ্ট যুক্তি রয়েছে। রমানাথ গোয়েঙ্কা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস সেরিমনিতে নেওয়া সেই সাক্ষাত্‍‌কারের ভিডিয়োটিতে আমিরকে বলতে দেখা গেছে, 'আমি নিজে দেশের একটা অংশ হিসেবে, নাগরিক হিসেবে যখন খবরের কাগজ পড়ি, যখন কী হচ্ছে খবরে দেখি, তখন সত্যিই উদ্বেগ হয়। আমি আর কিরণ সারাজীবন ভারতেই আছি। আমরা যখন ঘরে আলোচনা করি, এই প্রথম সেদিন কিরণ বলল, আমাদের কী ভারত ছেড়ে চলে যেতে হবে? আমার কাছে এমনই একটা সর্বনাশা বক্তব্য রাখল কিরণ। কিরন তার সন্তানকে নিয়ে চিন্তিত। আমাদের চারপাশের পরিবেশ কী হতে চলেছে, তা নিয়ে ও উদ্বিগ্ন। ও রোজ খবরের কাগজটা খুলতেই ভয় পায়। এর থেকে বোঝা যায়, কোথাও না কোথাও একটা অস্বস্তির পরিবেশ রয়েছে আর হতাশার অনুভূতি বাড়ছে। আপনি হতাশ হয়ে পড়ছেন এটা কী হচ্ছে? আমার মধ্যেও এই একই অনুভূতি হয়।' এই বক্তব্যেই পরিষ্কার, দেশ ছেড়ে যেতে হতে পারে, কিরণের এই উদ্বেগকে সর্বনাশা হিসেবেই সাক্ষাত্‍‌কারে চিহ্নিত করেছেন আমির। তিনি কোথাও বলেননি, তারা দেশ ছেড়ে চলে যাবেন। কোথাও দেশবিরোধী কোনও মন্তব্যও করেননি। শুধু মুখ খুলেছেন দেশজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে। তাহলে কি এই দোষেই তার বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে? তাহলে কি আমিরের কথাই সত্যি? ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে