ববিতার স্থানে সূচরিতা
বিনোদন ডেস্ক : মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ ছবিতে মাদার তেরেসা নামের একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল কিংবদন্তি অভিনেত্রী ববিতার। তবে এই চরিত্রে এখন তার বদলে রূপদান করবেন সূচরিতা।
সম্প্রতি কানাডায় বেড়াতে যাওয়ার কারণে তার বদলে অভিনেত্রী সুচরিতাকে এ ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। ছবিটির পরিচালক মিনহাজ অভি বলেন, ববিতা আপা সময় দিতে না পারায় প্রযোজকের সিদ্ধান্তে সুচরিতা আপাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আমরা বান্দরবান, কক্সবাজারের বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণের জন্য ২রা ডিসেম্বর রওনা দেবো। আর ফিরে এসে ঢাকায় সুচরিতা আপার দৃশ্যের চিত্রায়ণ করবো।
জয়া ফিল্মসের ব্যানারে পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ লিখেছেন গাজী রাকায়েত। চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন মাহফুজুর রহমান। উল্লেখ্য, ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করবেন নায়লা নাঈম।
২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�