আমির-শাহরুখ-মিঠুনকে নিয়ে যা বললেন মমতা
বিনোদন ডেস্ক : শহিদ মিনারে সংখ্যালঘু নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভা থেকে অসহিষ্ণুতা প্রসঙ্গে বৃহস্পতিবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, আমির খানের সাংবিধানিক অধিকার রয়েছে কথা বলার। কিন্তু অন্যদের অধিকার নেই তাঁকে দেশ ছেড়ে পাকিস্তানে যেতে বলার।
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘আমির যা বলেছে সেটা ঠিক কি ভুল সেটা বড় কথা নয়। কিন্তু তার বিবৃতি দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তার স্ত্রী কিছু একটা বলেছে এবং আমির সেটাই প্রকাশ্যে বলেছে। তার জন্য কেউ আমির বা তার স্ত্রীকে দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়ার কথা বলতে পারে না’।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশজুড়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যখন কাউকে তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। একা আমির নন, মমতা আজ পাশে দাঁড়িয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খানেরও। অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলায় শাহরুখকেও অনেকে আক্রমণ করেছে বলে এদিন উল্লেখ করেন মমতা।'
তবে মুখ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে টেনে এনে যেভাবে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ করেছেন, তা শেষ কবে হবে, এটা মনে করতে পারছেন না অনেকেই। মমতা বলেন, ‘মিঠুন আমার দলের একজন সাংসদ তাকেও এমন ভয় দেখানো হচ্ছে যে ও আমার সঙ্গে ফোনে কথা বলতেও ভয় পাচ্ছে’। কেউ মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তার বিরুদ্ধে সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে বলেও আজ শহিদ মিনাএর সভা থেকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�