‘ভারতীয় হিসেবে আমি গর্ব বোধ করি’
বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলছে অসহিষ্ণুতা। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে নানা মতবাদ। অসহিষ্ণুতা প্রশ্নে তারকারাও বিভক্ত।
অবস্থান যখন এমন, তখন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার বললেন, ‘ভারতীয় হিসেবে আমি গর্ব বোধ করি’!
বর্তমানে অসহিষ্ণুতার প্রশ্নে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে নিয়ে চলছে তুমুল বিতর্ক। আর এসময় অক্ষয়ের অমন দাবীর হেতু তবে কি?
জানা গেছে, অসহিষ্ণুতার প্রশ্নে পুরো ভারত এখন দুইভাগে বিভক্ত। একভাগ বলছেন রাষ্ট্র দিনকে দিন অসহিষ্ণু হয়ে উঠছে, অন্যপক্ষ বলছে রাষ্ট্র সহিষ্ণু পর্যায়েই আছে।
এই সহিষ্ণু আর অসহিষ্ণুর প্রশ্নে সম্প্রতি জড়িয়ে গেলেন বেশকিছু চলচ্চিত্র তারকা নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরা। শাহরুখ খানের পর ‘অসহিষ্ণুতা’র প্রশ্নে ভারতে সাম্প্রতিক প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছেন ‘পিকে’ খ্যাত অভিনেতা আমির খান।
এই রকম সংকটময় পরিস্থিতিতে এসে হঠাৎ অক্ষয় এরকম বললেন কেন! তাহলে কি তিনি পরোক্ষভাবে যারা রাষ্ট্রকে ‘অসহিষ্ণু’ বলে মন্তব্য করছেন তাদেরকে উদ্দেশ করেই কিছু বলতে চাইছেন তিনি? এমন প্রশ্ন এড়িয়ে গেলেন অক্ষয়। বললেন সব ধরণের প্রতিবাদ আর প্রতিরোধ শান্তিপূর্ণভাবেও করা সম্ভব।
উল্লেখ্য, গত সোমবার ‘রামনাথ জয়েনকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান। আর সেখানে তিনি সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন।
কথা বলার এক পর্যায়ে ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে যে এতদিন ধরে তর্ক-বিতর্ক চলছে সে বিষয়ে প্রথমবার মুখ খুলেন আমির। সেখানে তিনি সত্যিই ভারত রাষ্ট্র হিসেবে আগের চেয়ে অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য করেন।
শুধু তাই না, তার স্ত্রী নাকি নিরাপত্তার স্বার্থে ভারত ছাড়াও সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুষ্ঠানে আমির জানান। তার এমন স্টেটমন্টের পরই ভারতে গত দুই দিন প্রাণ পেয়েছে ‘অসহিষ্ণু’ বিতর্ক।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�