শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৪:০২:৩৫

দ্বিধা বিভক্ত বলিউড, আমির খানের পক্ষে-বিপক্ষে যারা

দ্বিধা বিভক্ত বলিউড, আমির খানের পক্ষে-বিপক্ষে যারা

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলেই সমালোচনার মুখে পড়তে হয় আমির খানকে। সরকার পক্ষের বুদ্ধিজীবী থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মী, বিভিন্ন সিনেমা ব্যক্তিত্বরাও তার বক্তব্যের সমালোচনায় মুখর হন। এরপরেই আমির আবারও বলেন,'ভারতীয় হয়ে তিনি যথেষ্টই গর্বিত। তিনি বা স্ত্রী কিরণ কখনওই ভারত ছেড়ে যাওয়ার কথা বলেননি।' তিনি আরও বলেন,'তার বক্তব্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ভারতই হল তার দেশ। ভারতে জন্মগ্রহণ করে তিনি খুবই খুশি।' এছাড়াও যারা তাকে জাতীয়তাবিরোধী বলেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ভারতীয় হয়ে আমি খুবই গর্বিত।’ যারা তার পাশে দাঁড়িয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছে। ভারতের মত দেশের সততা, বৈচিত্র, সংস্কৃতি, ইতিহাস প্রভৃতি জিনিসগুলিকে রক্ষা করার দায়িত্ব সকল ভারতীয়র। করিওগ্রাফার ফারহা খান বলেন,'দেশের মধ্যে কোথাও কোনও অসহিষ্ণুতা নেই। কিন্তু যদি কেউ নিজের দৃষ্টিকোণ থেকে কোনও কথা বলেন, তাহলে তার ওপর সকলের ঝাঁপিয়ে পড়াটাই মনে হয় আসল অসহিষ্ণুতা।' আমিরের পাশে থেকে অভিনেতা বিবেক ওবেরয়ে বলেন, 'আমিরকে এবং তার অভিনয়কে তিনি খুবই শ্রদ্ধা করেন। কিন্তু তিনি মনে করেন সহিষ্ণুতার প্রতীক হল ভারতবর্ষ। হাজার বছর ধরে ভারত সারা বিশ্বকে শিখিয়েছে সহিষ্ণু হতে। যখন সারা দেশ ওপর ধর্মকে নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল সেখানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে বসবাস করেছে। ভারতের থেকেই সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে শিখেছে। তাই ভারত ছেড়ে যাওয়ার কথা কখনওই তিনি মনে করতে পারেন না।' আমির খানের পক্ষে অবস্থান নিয়েছেন, ফারহা খান, রাজ কুমার হিরানী, জনি লিভার, জ্যাকি শ্রফ, রণবীর কাপুর, এআর রহমান আমির খানের বিপক্ষে, বিবেক ওবেরয়, ঋষি কাপুর, অনুপম খের, তসলিমা নাসরিন, পরেশ রাওয়াল, অনিল কাপুর ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে