শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৭:৩২:৩৭

প্রভার ‘২০ টাকা রিচার্জ’ নিয়ে যত কাণ্ড

প্রভার ‘২০ টাকা রিচার্জ’ নিয়ে যত কাণ্ড

বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আইন বিভাগের শেষ বর্ষে অধ্যায়ন করছেন। কারণে অকারণে যখনই সময় পান তখনই ফোনে কথা বলতে থাকেন। আর কথা বলতে বলতে কোথা দিয়ে যে রাত শেষ হয়ে ভাের হয়ে যায় তা টেরই পান না তার পরও যেন কথা শেষ হয়না। অবশেষে ব্যালেন্স ফুরিয়ে যাওয়ায় কেটেযায় ফোনের লাইন। আর তখনি করা হয় ‘২০ টাকা রিচার্জ’। আসলে এটি বাস্তবের কোন ঘটনা নয় এটি একটি টেলিছবির গল্প। আর তার মাঝেই আপনার প্রিয় অভিনেত্রী প্রভাকে দেখতে পাবেন এই চরিত্রে। নাটকটির নাম ‘২০ টাকা রিচার্জ’। নাটক দেখা যাবে, কিছুদিন আগে মেয়েটির বাবা মারা গেছে। এরপর থেকে কারণে-অকারণে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে মা। একদিন প্রকাশ পায়, মেয়েটি তাদের সন্তান নয়। দত্তক আনা হয়েছে মেয়েটিকে। এই বাস্তবতা মানতে পারছিলো না মেয়েটি। সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এভাবেই আগেতে থাকে টেলিছবিটির দৃশ্য। রাইসুল রনীর পরিচালনায় কাহিনি ও চিত্রনাট্যে এ টেলিফিল্মে প্রভা ছাড়াও অভিনয় করেছেন- রাজীব সালেহীন, বড়দা মিঠু, মুনিরা মিঠু, পলি, মাটি, কবিতা, আফতাব, আদনান, সোহেল, নীল রতন তালুকদার, মনির। সম্প্রতি শেষ হয়েছে এ টেলিফিল্মের শ্যুটিং এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই ‘২০ টাকা রিচার্জ’ কোনও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে