শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৮:৩৭:১৩

ভারতীয় নায়ক-নায়িকাদের প্রশংসায় মিম

ভারতীয় নায়ক-নায়িকাদের প্রশংসায় মিম

বিনোদন ডেস্ক : ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী বিদ্য সিনহা মিম প্রথম ছবিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে নিলেন। এবার ঢালিউড থেকে টলিউডে ক্যারিয়ার শুরু করেছেন। তবে টালিউডের সবাই মিমকে নিয়ে অনেক আশাবাদী। কোনওদিনই তার প্ল্যান ছিল না অভিনেত্রী বা নৃত্যশিল্পী হওয়ার৷ ছোটবেলা থেকে নাচের প্রতি ছিল অন্যরকম ভালোবাসা৷ তার মা ঢাকার শিল্প কলা অ্যাকাডেমি-তে একটি গানের ক্লাসে ভর্তি করিয়ে দেওয়ার পরও দাঁড়িয়ে থাকতেন নাচের ক্লাসের বাইরে৷ হাঁ করে দেখতেন কীভাবে একটু একটু করে ফুটে উঠছে মুদ্রা আর তার থেকে গোটা একটা গল্প৷ এই জন্যই বোধহয় নাচ না শিখলেও তার নাচ দেখলে কেউ বিশ্বাস করেন না তিনি কোনওদিন নাচ শেখেননি৷ 'নাচ শিখলে তাহলে লোকে কী বলতেন তাই ভাবি মাঝে মাঝে,' কোথায় যেন সামান্য আক্ষেপ শোনা গেল তার গলায়। অবশ্য বলতে বলতেই সে আক্ষেপ গায়েব৷ পরক্ষণেই বলছেন, 'এই প্রথম কাজ করলাম আপনাদের টলিউড ইন্ডাস্ট্রিতে৷ খুব ভালো লাগছে,' বাচ্চা মেয়ের মতো খুশি হয়ে বললেন বিদ্যা সিনহা সাহা মিম৷ যিনি মিম বলেই পরিচিত৷ নুসরত ফারিয়ার পর আরেক ঢাকার কন্যা টলি বাংলায় প্রথম পদার্পন- ছবির নাম 'ব্ল্যাক'৷ যা মুক্তি পাচ্ছে আজ৷ এভাবেই ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অপ ইন্ডিয়াকে দেয়া মিমের একটি সাক্ষাতকার এমটিনিউজ২৪ এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। প্ল্যান না থাকলেও বিনোদন দুনিয়ার সঙ্গে ওঠা-বসা অল্প বয়স থেকেই৷ বাংলাদেশের এক সৌন্দর্য প্রতিযোগীতায় শ্রেষ্ঠর মুকুট যখন মাথায় ওঠে তখন মিমের বয়স মাত্র ১৬ বছর৷ সেই প্রতিযোগিতাটি হয় ২০০৭ সালে৷ ‘মা গোপনে ছবি পাঠিয়েছিল৷ জানতেও পারিনি,' বলছেন মিম৷ সেই থেকেই পথচলা শুরু৷ তারপরই নায়িকা হিসেবে কাজ করেন হুমায়ুন আহমেদ-এর উপন্যাস এবং তারই পরিচালনায় 'আমার আছে জল' ছবিতে৷ শ্রেষ্ঠ ছবির সঙ্গে সঙ্গে এসেছিল শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা৷ 'এরপর বহু বিজ্ঞাপন, টেলিছবি, নাটক এবং সিনেমা অফার আসে৷ পর পর সেগুলোও করতে থাকি,' বলছেন মিম৷ 'ব্ল্যাক'-এর অফার কীভাবে আসে? 'রাণাদা (প্রযোজক রাণা সরকার) আমার সঙ্গে যোগাযোগ করেন৷ তারপর আমি কলকাতা যাই৷ চিত্রনাট্য শুনি৷ পরিচালক রাজা চন্দ, রাণাদার সঙ্গে দুবার মিটিং হয়, স্ক্রিন টেস্ট হওয়ার পরই আমাকে তারা চরিত্রের জন্য বাছেন,' বলছেন মিম৷ সোহম বলেছেন তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে৷ রাজা চন্দও বলেছেন তারা ফ্রেস মুখ খুঁজছিলেন এই ছবির জন্য৷ আর মিমের শ্যুটিং-এর অভিজ্ঞতা কেমন? 'আমার চরিত্রর নাম টিনা৷ ও বুলেটকে (সোহম) শুধু ভালোবাসেই না, তাকে আগলে রাখে৷ বিশেষ করে প্রতিশোধ নেওয়ার জন্য যখন বুলেটের প্রবণতাই হল ঝামেলায় জড়িয়ে পড়া৷ সোহমের কথা আলাদা করে আর কি বলার আছে? আমি ওর 'বোঝে না সে বোঝে না দেখেছি'৷ অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই৷ এক কথায় দুর্দান্ত অভিনেতা৷ আমার চরিত্রের নানা খুঁটিনাটিও দেখিয়ে দিয়েছে,' বলছেন মিম৷ 'সব থেকে বড় কথা, ছবিটা মৌলিক৷ কোন প্রকার রিমেক নয়৷ টলিউডে এটাই তো আমার প্রথম ছবি৷ বাণিজ্যিকের পাশাপাশি মৌলিক বাংলা ছবি বলে সেটা আরও ভালো লাগছে,' বলছেন মিম৷ কলকাতার বাংলা ছবি দেখার অভিজ্ঞতা আছে? 'অবশ্যই! ছোটবেলা থেকেই দেখে আসছি টলিউডের বাংলা ছবি৷ আমার মা প্রসেনজিতের ফ্যান৷ তাই ছোটবেলায় এপার বাংলা ছবি মানেই প্রসেনজিতের ছবি ছিল৷ তার সঙ্গে অবশ্যই ঋতুপর্ণা,' বলছেন মিম৷ আর এখনকার ছবি? 'আপনাদের এখনকার ছবির বাজেট তো বেশ বড়৷ সৃজিতের মুখোপাধ্যায়ের 'চতুষ্কোন' দেখেছি৷' আর নায়ক-নায়িকার মধ্যে কাকে ভালো লাগে? কার সঙ্গে কাজ করতে চান? এবার মিম সাবধানি৷ 'আলাদা করে কারও নাম বলতে পারবো না৷ কোয়েলদিকে খুব ভালো লাগে৷ শ্রাবন্তী, শুভশ্রীকেও৷ নায়কদের মধ্যে দেব, জিত্‍৷ কে না কাজ করতে চাইবে এঁদের সঙ্গে?' বলছেন নবাগতা এ নায়িকা৷ তবে আপাতত সব কিছু পেরিয়ে মিমের নজর 'ব্ল্যাক'-এর দিকে৷ আমাদেরও৷ দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত 'ব্ল্যাক' মুক্তি পাচ্ছে আজ, শুক্রবার৷ ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে