শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১০:২২:৫৪

বাপ্পী লাহিড়ীর অজানা ৫ তথ্য

বাপ্পী লাহিড়ীর অজানা ৫ তথ্য

বিনাদন ডেস্ক : আজ ২৭ নভেম্বর, কিংবদন্তী সুরকারের জন্মদিন। অলোকেশ লাহিড়ীর নামে তাকে আর কজনে চেনেন! তাকে গোটা সঙ্গীত জগত চেনে বাপ্পী লাহিড়ী নামেই। আজ তার জন্মদিনে জেনে নিন, তার অজানা ৫টি তথ্য। ১) বাপ্পী লাহিড়ীর জন্ম হয় জলপাইগুড়িতে। মাত্র ৩ বছর বয়স থেকেই তিনি তবলা বাজানো শুরু করেন। ২) তিনি প্রথম বাংলা ছবিতে সুরকার হিসেবে কাজ করেন দাদু ছবিতে। দাদু মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। ৩) মাত্র ১৯ বছর বয়সেই বাপ্পী লাহিড়ী মুম্বই পাড়ি দেন। ১৯৭৩ সালে প্রথম হিন্দি ফিল্ম নানহা শিকারীতে সুরকার হিসেবে কাজ করেন। ৪) ১৯৭৬ সালে চলতে চলতে ফিল্ম থেকেই সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। ৫) বাপ্পী লাহিড়ী প্রথম সুরকার হিসেবে বেজিংয়ে 'চায়না অ্যাওয়ার্ড' জেতেন। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে