পালিত মেয়ে প্রভা!
বিনোদন ডেস্ক : আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী প্রভা। তার খুব ভালো লাগে ফোনে কথা বলতে। আর তাই তো তিনি যখনই সময় পান ফোনে ব্যস্ত হয়ে পড়েন।
তার দিনগুলো মন্দ কাটছিল না। কিন্তু বিপত্তি ঘটলো তার বাবার মৃত্যুর পর। বাবা মারা যাওয়ার পর কারণে অকারণে তার মা তার সাথে খারাপ আচরণ শুরু করতে লাগলেন। এর মধ্যেই প্রভা জানতে পারেন তাকে দত্তক আনা হয়েছিল।
এ কথা জানার পর তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে ঘটনাটি বাস্তবজীবনের নয়। রাইসুল রনী পরিচালিত ‘২০ টাকা রিচার্জ’ শিরোনামের টেলিফিল্মের গল্পে এমন চরিত্রে দেখা যাবে প্রভাকে।
পরিচালক রাইসুল রনীর কাহিনি, চিত্রনাট্যে এ টেলিফিল্মে প্রভা ছাড়াও অভিনয় করেছেন- রাজীব সালেহীন, বড়দা মিঠু, মুনিরা মিঠু, পলি, মাটি, কবিতা, আফতাব, আদনান, সোহেল, নীল রতন তালুকদার, মনির।
সম্প্রতি শেষ হয়েছে এ টেলিফিল্মের শুটিং। মনসুর আহম্মেদ মাসুম প্রযোজিত এ টেলিফিল্মের সংলাপ লিখেছেন অনীতা বিশ্বাস ইমতিয়াজ। ক্যামেরায় ছিলেন জয়।
টেলিফিল্মটি কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও রাইজিংবিডিকে জানান এ নির্মাতা।
২৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন