আমির খান নয়, তাদের দেশ ছাড়া উচিৎ: মমতা
বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বড্ড বেকাদায় আছেন বলিউড সুপার স্টার আমির খান। তাকে নিয়ে চললে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বির্তক। কেউ তার মুণ্ড কাটার হুমকি দিচ্ছেন। কেউ আবার তার গালে চড় মারা জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
শুধু তাই নয়, কেউ আবার পিকেখ্যাত এই সুপারস্টারকে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ারও হুমকি দিচ্ছে। এই যখন পরিস্থিতি তখন এই সুপার স্টারের পাশে এসে দাঁড়িয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, ফারাহ খান, সুপারস্টার হৃত্বিকসহ আরো অনেকে।
এদিকে এবার তার পাশে এসে দাঁড়ালেন গানওয়ালাখ্যাত মানবতাবাদী সংগীতশিল্পী কবির সুমন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপোধ্যায়।
মমতা বলেন, ‘আমির যাই বলুক না কেন, তা ভুল হোক বা সঠিক হোক, মন্তব্য প্রকাশ করা তার ব্যক্তিগত অধিকার।’
তিনি আরও বলেন, ‘আমির যা বলেছেন তার গণতান্ত্রিক অধিকার থেকেই বলেছেন। কারো অধিকার নেই তাকে পাকিস্তানে চলে যেতে বলার। ভারত আমাদের জন্মভূমি, আমরা সবাই ভারতীয়। যারা এসব কথা বলছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।’
এর আগে কবির সুমন বলেছিলেন, ‘আমির কিংবা তার স্ত্রী কেউই বলেননি তারা দেশ ছেড়ে চলে যাবেন। কিন্তু তাদের যে তীব্র সমালোচনা করা হচ্ছে, তাতেই বোঝা যায় চিন্তার কিছু আছে।’
২৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�