জন্মদিনে ইয়ামির অজানা কিছু কথা
বিনোদন ডেস্ক : বলিউড হিরোইন ইয়ামি গৌতম ২০০৬-এ কন্নড় ছবি মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ শুরু। তার ক্যারিয়ার গ্রাফ মনে করিয়ে দেয় আশি-নব্বই দশকের বলিউড জার্নির কথা। এই প্রজন্মে বলিউডের প্রথম সারিতে থাকা অধিকাংশ অভিনেতা, অভিনেত্রীই যখন স্টার কিড, তখন কোনও গড ফাদার ছাড়াই মডেলিং থেকে ছোট পর্দা, তামিল ছবি থেকে বলিউডে পা রেখে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন ইয়ামি। আজ এই সুপার হিরোইনের শুভ জন্মদিন। সেই উপলক্ষে জানবো ইয়ামির কিছু অজানা কথা।
২০০৬-এ কন্নড় ছবি মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ শুরু করেন এই অভিনেত্রী। চাঁদ কে পার চলো ধারাবাহিকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। বলিউড ছবি দিল্লি সিক্স অবলম্বনে তৈরি টেলিভিশন ধারাবাহিক ইয়ে প্যার না হোগা কম-এ অভিনয় করেন ইয়ামি। এই ধারাবাহিকই ইয়ামির ক্লেম টু ফেম বলা যেতে পারে। ২০১১ সালে রামোজি রাও প্রযোজিত নুভিলা দিয়ে তেলুগু ছবিতে গ্র্যান্ড ডেবিউ হয় ইয়ামির।
সুজিত সরকারের ছবি ভিকি ডোনর দিয়েই বলিউডে পা রাখেন ইয়ামি। অপ্রত্যাশিত সাফল্য ইয়ামিকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। গৌরবম ছবিটি একই সঙ্গে তামিল ও তেলুগুতে মুক্তি পাওয়া এই ছবি ইয়ামিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা গিয়েছে ইয়ামিকে। বলিউডে সাফল্য পাওয়ার পরই ইয়ামির ঝুলি ভরে গিয়েছে এমডর্সমেন্টে। একটি নামী কসমেটিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এখন তিনি।
টোটাল সিয়াপা ছবিতে পকিস্তানি অভিনেতা আলি জাফরের সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।
২৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই