রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৪:০২:৫২

বন্ধ হয়ে গেল কিশোর কুমারের বায়োপিক

বন্ধ হয়ে গেল কিশোর কুমারের বায়োপিক

বিনোদন ডেস্ক : ভারতীয় ফিল্ম জগতের অন্যতম কিংবদন্তি হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমারের জীবনি নিয়ে একটি বায়োপিক তৈরীর পরিকল্পনা করছিলেন বলিউডের অন্যতম সফল পরিচালক অনুরাগ বসু। কিশোর কুমারের ভুমিকায় অভিনয় করতে রাজিও ছিলেন রাণবীর কাপূর। অনুরাগ বসুও কিশোর কুমারের উপর যাবতীয় রিসার্চ সেরে তৈরিও করে ফেলেছেন ছবির চিত্রনাট্য। তার পরেও বন্ধ হয়ে গেল অনুরাগ-রণবীর জুটির কিশোর কুমারের বায়োপিক তৈরির পরিকল্পনা। আপত্তিটা এল খোদ কিশোরের পরিবারের তরফেই। কিশোর কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, অনুরাগ বসুর চিত্রনাট্য বলিউডের এই কিংবদন্তির জীবনের প্রতি মোটেই সুবিচার করছে না। অনুরাগের চিত্রনাট্যে না কি অনেক কিছু ভুল রয়েছে। পাশাপাশি, পরিবারের মতে, অনুরাগের ছবির চিত্রনাট্য কিশোরের পূর্ণ মহিমাও তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ফলে, চিত্রনাট্য পড়ার পরে প্রস্তাবটা নাকচ করে দিতে মোটেও সময় নেয়নি কিশোর কুমারের পরিবার। অবশ্য, এ ব্যাপারে অনুরাগ বসুর ভাগ্য প্রথম থেকেই খুব একটা ভাল নয়! ঠিক তিন বছর আগে ‘বরফি’ বানানোর পরেই তিনি হাত দিতে চেয়েছিলেন কিশোরের বায়োপিকে। তখন রাণবীর কাপূর পিছিয়ে যান। রণবীরের মনে হয়েছিল, এখনই তিনি কিশোরের চরিত্রে অভিনয়ের জন্য তৈরি নন! তার পরে রাণবীর রাজি হলেন ঠিকই, কিন্তু কিশোর এবং তার সময় নিয়ে রিসার্চ করতে গিয়ে পিছিয়ে গেল ছবির কাজ। আর, এ বার পুরোটা মিটলেও কিশোরের পরিবারের আপত্তি বাধা হয়ে দাঁড়াল! তাহলে বলিউড কি তার কিংবদন্তি নায়ক-গায়কের বায়োপিক ছবির তালিকায় রাখতেই পারবে না? ক্ষীণ একটা আশা এখনও রয়েছে। কিশোর কুমারের পরিবারের তরফে জানানো হয়েছে, কিশোর-জায়া লীনা চন্দ্রভরকর অনেক দিন ধরেই স্বামীকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। তার জন্য একটা চিত্রনাট্যও লিখেছিলেন লীনা। কথা চলছে, সেই চিত্রনাট্যটাই ছবি বানানোর জন্য দেওয়া হবে অনুরাগকে। অনুরাগ রাজি হলে ভাল, নয় তো অন্য কোনও পরিচালককে দিয়ে কিশোরের বায়োপিক বানাবেন তার পরিবার। আর রণবীর? অনুরাগ সরে গেলেও তিনি কি অভিনয় করবেন কিশোরের চরিত্রে? তার ব্যাপারে পছন্দ বা অপছন্দ, কিছুই জানানো হয়নি কিশোরের পরিবারের তরফে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়! ২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে