ছবি প্রতি পারিশ্রমিকে বলিউড সেরা ১০
বিনোদন ডেস্ক : কেউ কিং খানের ভক্ত, কেউ আবার সাল্লু ভাইজানের। ভক্তদের সংখ্যার বিচারে আমির খানও যথেষ্ট আমির। তবে এ তো গেল ভক্তদের মনের হিসেব। কিন্তু বক্স অফিস, ছবির বাণিজ্য কিন্তু সব সময় চেনা পথে হাঁটে না। আর বক্স অফিসে সাফল্যই চলচ্চিত্র তারকা-মহাতারকাদের পারিশ্রমিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। আর সেই পারিশ্রমিকের বিচারে ২০১৫-এ বলিউডের প্রথম দশ মহাতারকা নাম জেনে নিন।
১. সালমন খান। যার বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৬০ কোটি টাকা। আয়ের নিরিখে তিনিই সেরার সেরা। ভাইজান রয়েছেন প্রথম স্থানে।
২. আমির খান। যার বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৫০ কোটি টাকা। আয়ের নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
৩. অক্ষয় কুমার। যার বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৪০-৪৫ কোটি টাকা। আয়ের নিরিখে বলিউডের জ্যাকি চ্যানের স্থান তৃতীয়।
৪. শাহরুখ খান। জিনি বলিউডে কিং খান নামেও পরিচিত। যার বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৪০ কোটি টাকা। আয়ের নিরিখে বলিউডের নতুন ডনের স্থান চতুর্থ।
৫. হৃত্বিক রোশন বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৪০ কোটি টাকা নেন। আয়ের নিরিখে হৃত্বিকের স্থান পঞ্চম।
৬. বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ৩০ কোটি টাকা নেন রাণবীর কাপূর। আয়ের নিরিখে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
৭. ছবি-প্রতি প্রায় ২৫ কোটি টাকা নেন পারিশ্রমিক নেন অজয় দেবগণ। আয়ের নিরিখে তিনি রয়েছেন সপ্তম স্থানে।
৮. অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্রের আইকন, লিভিং লেজেন্ড। যাঁর বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ২০ কোটি টাকা। আয়ের নিরিখে বলিউডের শাহেনশা অষ্টম স্থানে।
৯. শাইফ আলি খান। যাঁর বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। আয়ের নিরিখে বলিউডের ছোটে নবাব নবম স্থানে।
১০. রাণবীর সিং। যাঁর বর্তমান ছবি-প্রতি পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। আয়ের নিরিখে দশম স্থানে।
২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�