আগ্রায় নিষিদ্ধ আমির খানের ছবি!
বিনোদন ডেস্ক : ভারতের আগ্রার হলগুলোতে আমির খানে কোনো ছবি চলতে না দেয়োর গোষণা দিয়েছে দেশটির কট্টরপন্থী দল হিন্দু জাগরণ মঞ্চ।
শুধু তাই নয়, এই সংগঠনটি উত্তর প্রদেশসহ সারা দেশে এই তারকার ছবি বন্ধ করার প্রচারণাও চালাচ্ছে।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যে গত বুধবার থেকেই এই দলটি প্রতিবাদ সমাবেশ করে আসছে। আমির ও শাহরুখের বিরুদ্ধে ‘সচেতনতা’ গড়ে তোলারও আহবান জানানো হয়েছে দলটির পক্ষ হতে।
দলের সর্বভারতীয় মুখপাত্র বিবেক শুক্লা বলেন, ‘সব জেলায় আমাদের সমর্থক রয়েছে। আমরা মুসলমান অভিনেতা, বিশেষত শাহরুখ খান ও আমির খানের কোনও ছবি চলতে দেওয়া হবে না’।
তিনি আমির সম্পর্কে আরও বলেন, ‘আমরা তাকে অঢেল ভালোবাসা দিয়েছি। আমরা তার কাজ দেখেছি, তার ধর্মবিশ্বাস নয়। কিন্তু আমি এখন নিশ্চিত করতে চাই যে আমিরের কোন ছবি আগ্রায় চলবে না’।
উল্লেখ্য, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে লেখকরা জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার পর এই প্রতিবাদে শামিল হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও।
এ বিষয়ে মন্তব্য করে শাহরুখ খানের পর কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলোর চক্ষুশূল হয়েছেন আমির খান। তাদের সঙ্গে আছেন এ আর রহমানও।
ঢালাওভাবে তাদের পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দেওয়া ছাড়াও চলছে আরও নানা রকম বয়কট।
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�