এবার আমির সম্পর্কে মুখ খুললেন মনমোহন সিং
বিনোদন ডেস্ক : ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার বিষয় নিয়ে বলিউড তারকা আমির খানকে জড়িয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। আর তাই পুরো বলিউড এবং ভারতের মানুষ হয়ে পড়েছে দুই ভাগ। কেউ আমিরের পক্ষে অবস্থান নিয়েছেন আবার কেউ বিপক্ষে। তারই ধারাবাহিকতায় এবার আমিরের পাশে দাঁড়ালেন ওয়ার্ল্ড শিখ-মুসলিম ফেডারেশনের প্রধান মনমোহন সিং। বলা বাহুল্য, তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং নয়৷ গুরুপূর্ণিমা উপলক্ষে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেন থেকে পাকিস্তানের লাহোরে আসেন তিনি।
ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে সমস্যায় রয়েছে, এই কথা বলে তিনি কেন্দ্রের শাসক দল বিজেপি ও তাদের সমর্থক শিবসেনার সমালোচনা করেন । তার কথায়, ‘ভারতে সরকারের কিছু নীতির কারণে সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন ব্যক্তি সমস্যায় পড়ছেন। গোমাংস খাওয়ার অভ্যাস ত্যাগ না করলে মুসলমানদের ভারত ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের চলচ্চিত্র তারকা বলেই শাহরুখ খান ও আমির খান এই চরমপন্থার শিকার হতে হয়েছে।’
একইসঙ্গে এই মনমোহন সিংয়ের অভিযোগ, ভারতের বর্তমান পরিস্থিতির জন্য উগ্রপন্থী শিবসেনা দায়ী। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নানা রকম উসকানি দিচ্ছে বলেও মন্তব্য করেন ব্রিটেনবাসী সর্দার মনমোহন সিং।
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�