রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:২৫

মৃত্যুর পরেও রেকর্ড গড়লেন মাইকেল জ্যাকসন

মৃত্যুর পরেও রেকর্ড গড়লেন মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের রেখে যাওয়া সম্পদ থেকে এ পর্যন্ত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ মিলিয়নে। এটি জ্যাকসনের রেকর্ড পরিমাণ আয় করা ‘থ্রিলার’ অ্যালবামের চেয়েও বেশি। ৬০০ মিলিয়নের বিশাল এই অর্থ মূলত টিকিট বিক্রি থেকে এসেছে। ২০০৯ এর জুনে মৃত্যুর পর অর্জিত হয়েছে এ অর্থ। ইন্ডিপেন্ডেন্ট ইউকের মতে, মৃত্যুর পরেও অর্থ দিয়ে রেকর্ড গড়লেন মাইকেল জ্যাকসন। কারণ জ্যাকসনের আয় জীবিত যে কোনো শিল্পীর একই সময়ের আয়ের চেয়ে এখনো অনেক বেশি। তার মৃত্যুর পর থেকে প্রায় ৫০ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি হয়েছে এ পর্যন্ত। সব মিলিয়ে মৃত্যুর পরও দিন দিন ধনী হচ্ছেন মাইকেল জ্যাকসন। এ ছাড়া ইতিমধ্যে যারা পরলোক গমন করেছেন এমন তারকাদের মধ্যে আয়ে শীর্ষে উঠে এসেছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। ফোর্বসের ২০১৫ সালের জরিপে এ তথ্য উঠে আসে। চলতি বছর তার আয় দাঁড়িয়েছে ১১.৫ কোটি ডলারে। এর ফলে তার সামষ্টিক আয় দাঁড়াল ১০০ কোটি ডলারের বেশি। ২০০৯ সালে পরলোকগমন করেন পপসম্রাট জ্যাকসন। ফোর্বসের তালিকা আনুয়ায়ও, শীর্ষ স্থানে আছেন জ্যাকসন। উল্লেখ্য, মার্কিন এই সেলিব্রেটি ২০০৯ সালের ২৫ শে জুন মৃত্যুবরণ করেন। পপসাম্রাজ্যের বাদশাহ খ্যাত মাইকেল জ্যাকসন গান, নাচ ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ব্যক্তিজীবনে বিতর্কিত পপসম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁর মৃত্যুর জন্য দায়ী মার্কিন চিকিৎসক ডঃ কনরাড মারেকে চার বছরের জন্য কারারূদ্ধ ভোগ করতে হয়েছে। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে