সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০১:১৪:৪০

অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ভারত জুড়ে অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। একে পর এক বলিউড তারকারা অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি দাবি করেছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন ভারতের মানুষ একটু বেশিই আগ্রহী। গত কয়েকবছর ধরে বিভিন্ন বিষয়ে নতুন এই প্রবণতা লক্ষ্য করছেন তিনি। সম্প্রতি তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাজিরাও মস্তানি’ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্নমহলে। ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়ে শাহরুখ ও আমির খানের করা ‘অসহিষ্ণুতা’ মন্তব্য নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী। তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। সেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এছাড়া তিনি বলেন, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। হঠাতই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে মন্তব্য করতে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এরফলেই উঠছে সমালোচনার ঝড়। প্রত্যেকেরই তো নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাদের সেই লড়াইকে সম্মান করা। কিছুদিন আগে বলিউড অভিনেতা শাহরুখ খান প্রথম ভারতের অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। আরও এককদম এগিয়ে অভিনেতা আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এদেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তার স্ত্রী কিরণ অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এই মন্তব্যের পরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বলিউডের এই দুই খানকে। ৩০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে