সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৪:১৯:০৩

আমির খানের গালে ৫০ লাখ চড়!

আমির খানের গালে ৫০ লাখ চড়!

বিনোদন ডেস্ক : আমির খান ইস্যুর আঁচ ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক দুনিয়াতেও সাড়া ফেলে দিয়েছে। আমিরকে চড় মারার শিবসেনা ফতোয়ার বিতর্ক ভারত ছাড়িয়ে। সামগ্রিক পরিস্থিতি দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি অ্যাড স্কুলের ছাত্ররা আমিরকে চড় মারার একটি ওয়েবসাইট-ই তৈরি করে ফেলেছে। ওই ছাত্রদের বক্তব্য, 'আমির ইস্যুতে এটাই সবচেয়ে মজাদার উপস্থাপনা।' সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন বেশ ছড়িয়েছে। এক ব্যক্তি পাথর ছুড়ে বলছে, 'অসহিষ্ণু কোথাকার!' অপর দিক থেকে কেউ বা কারা ওই ব্যক্তির দিকে ঝাঁকে ঝাঁকে পাথর ছুড়ে বলছে, 'আমরা অসহিষ্ণু নই'। বলিউড সুপারস্টার আমির খানের বক্তব্যে ভারতজুড়ে যা চলছে, তা খানিকটা এরকমই। শিবসেনা ইতোমধ্যেই ঘোষণা করেছে, আমিরকে চড় মারতে পারলেই ১ লক্ষ টাকা পুরস্কার। এবার আমিরকে চড় মারার পৃথক ওয়েবসাইট-ই তৈরি হয়ে গেল। ওয়েবসাইটটির নাম SlapAamir.com। অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের মন্তব্যে চটে যারা তাকে কষিয়ে একটি চড় মারতে চাইছে, তারা ভার্চুয়াল দুনিয়ায় সেই রাগ মেটাতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আমিরের ছবি রয়েছে বিভিন্ন ভঙ্গিতে। মাউজের একটা ক্লিক মানেই একটা বিরাশি সিক্কার চড়। রাগ না মিটলে, বার বার মারতে পারা যাবে। SlapAamir.com ওয়েবসাইট তৈরি হওয়ার পর ইতোমধ্যেই আমিরের গালে চড় পড়েছে ৫০ লক্ষ বার সাড়িয়েছে। ৩০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে