সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৯:১৬:৫০

ছবি নিয়ে হতাশ নওশিন

ছবি নিয়ে হতাশ নওশিন

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেত্রী নওশীন। তিনি আলোচনায় ছিলেন বহুদিন থেকেই। তবে ‘মুখোশ মানুষ : দ্য ফেইক' ছবির ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে তিনি চলে আসেন আলোচনার তুঙ্গে। এই আলোচনার সূত্র ধরে নির্মাতাদের আগ্রহ বাড়ে তাকে ঘিরে। যার ফলে আরো চারটি ছবিতেও চুক্তিবদ্ধ হন তিনি। এর মধ্যে ৪টি ছবির কাজই ঝুলে আছে। এগুলো হচ্ছে শফিকুল ইসলাম ভৈরবীর 'সুয়াচাঁন পাখি', ডায়েল রহমানের 'দুদু মিয়া', ইয়াসির আরাফাত জুয়েলের 'মুখোশ মানুষ : দ্য ফেইক' এবং রকিবুল আলম রকিবের 'মনপাখি'। তবে এসব ছবি নিয়ে বেশ বিপাকে রয়েছেন এ অভিনেত্রী। কেনো প্রতিটি ছবির কাজই ঝুলে আছে। যার ফলে এ নিয়ে খুব হতাশ তিনি। তাছাড়া শঙ্খ দাশগুপ্তের 'হ্যালো অমিত'-এর শুটিং সম্পন্ন হলেও ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, সর্বশেষ গত জুনে নওশীন 'মনপাখি' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে মোশাররফ করিমের অভিনয়ের কথা রয়েছে। ছবিটির কাজ এখনো সেভাবে শুরু হয়নি। 'সুয়াচাঁন পাখি' ছবির শুটিং গত কয়েক বছর ধরেই আটকে রয়েছে। 'দুদু মিয়া'র অধিকাংশ কাজ সম্পন্ন হলেও পরিচালক বাকি অংশের শুটিং করতে ততটা আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে, 'মুখোশ মানুষ : দ্য ফেক' ছবিটি নিয়েও নওশীন সংশয়ে রয়েছেন। তাছাড়া 'হ্যালো অমিত' ছবিটি মুক্তি পাবে পাবে বলেও পাচ্ছে না। নওশীন বলেন, 'চলচ্চিত্র হচ্ছে বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় মাধ্যম। তাই এই মাধ্যমটিকে কিছুটা বেশি গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু ভাগ্য ততটা সুপ্রসন্ন নয়। ইতোমধ্যে আমার কাছে আরো কয়েকটি ছবির প্রস্তাব এসেছে। তবে আগের ছবিগুলোর কথা চিন্তা করে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত রয়েছি।' মূলত এফএম রেডিওতে কথাবন্ধু হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নওশীন। এর পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেও রাতারাতি খ্যাতি লাভ করেন। তবে স্বল্প সময়ের ব্যবধানেই তিনি রেডিও জকি পেশাটিকে বিদায় জানিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান। সেই সঙ্গে সমানতালে মডেলিংও চালিয়ে যান। পরেবর্তী হঠাৎ ঘোষণা দেন, চলচ্চিত্রে অভিনয় করবেন। এর পরপরই আটঘাট বেঁধে রুপালি পর্দায় অভিনয় শুরু করেন নওশীন। তবে ছোট পর্দার পাশাপাশি আগামীতে তিনি রুপালি পর্দায় অভিনয়টা চালিয়ে যাবেন কিনা, তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে