যে কারণে মন খারাপ পড়শির
বিনোদন ডেস্ক : ফেসবুকের জন্য প্রচণ্ড মন খারাপ বাংলদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর। ফেসবুক নিয়ে হঠাৎ করে এ কণ্ঠশিল্পীর মন খারাপই বা হলো কেনো! নিশ্চয় ভাবছেন এমন? তবে শোনা যাক পড়শীর কষ্ঠেই।
তিনি বলেছেন, ‘জীবনে প্রথম একটা রবীন্দ্রসংগীত গেয়েছি। ধামরাইয়ের জমিদার বাড়িতে গিয়ে চড়া মূল্যে দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও করেছি। অথচ সেটি প্রকাশ করতে পারছি না। এ নিয়ে খুব মন খারাপ। কবে নাগাদ গানটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারব, সেটাও জানি না।’
ইউটিউব চালু থাকলেও সেখানে কেনো মিউজিক ভিডিওটি আপ করছেন না? এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘সেটা ঠিক আছে। চাইলে ইউটিউবে গানটি আপ করা যায়। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একে অপরের পরিপূরক। এখন ইউটিউবের মূল প্রচারণা চলে ফেসবুকে। ভাইবারও এখন বেশ গুরুত্বপূর্ণ। দুটোই বন্ধ। ফলে এখন ভিডিওটি প্রকাশ করা মানে বেশিরভাগ শ্রোতা-ভক্ত-দর্শকদের বঞ্চিত করা। সে জন্যই মন খারাপ করে বসে আছি। অপেক্ষা করছি, মুক্ত সমাজিক যোগাযোগ মাধ্যমের।’
মুক্তিপ্রতিক্ষীত ‘আমারও পরানও যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’শীর্ষক এ গানটির ভিডিওতে পড়শীর সঙ্গে মডেল হিসেবে আছেন তৌহিদ আবীর রাজকুমার।
প্রসঙ্গত, নতুন ভিডিও প্রকাশ করতে না পারলেও পড়শী ও তার দল বর্ণমালা এখন বিরামহীন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে।
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�