সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১২:৩৭:৪৮

শাহরুখ না দাঁড়ালেও আমিরের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা

শাহরুখ না দাঁড়ালেও আমিরের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতা প্রশ্নে শাহরুখ, আমিরের পর এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই আগ্রহী। ‘বাজিরাও মস্তানি’র প্রচারে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। যেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাদের সেই লড়াইকে সম্মান করা।’ প্রিয়ঙ্কার মতে, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে অনেক বেশি মন্তব্য করছেন। এর ফলেই সমালোচনার ঝড় উঠছে। নিজের জন্মদিনেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। দিন কয়েক আগে আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তার স্ত্রী কিরণ তাকে অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এর পরই দেশ জোড়া সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। প্রিয়ঙ্কা সেই বিতর্ককে আরও এক ধাপ উস্কে দিলেন বলেই মনে করছেন বলিউডের একাংশ। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে