সন্তুষ্ট নয় দীপিকা!
বিনোদন ডেস্ক : অভিনয়ের নিরিখে এখন তিনি বলিউডের এক নম্বরে নিজের স্থান পাকা করেই নিয়েছেন। তার প্রায় প্রতি ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার হিট। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এবার তার লক্ষ অন্য দিকে। আর সেটা হলো প্রযোজনা। কি ভাবে নিজের নামের পাশে সেরা প্রযোজকের খ্যাতাব লাগানো যায় এবার হয়তো বা এই লক্ষই থাকবে তার।
তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি তামাশা ইতিমধ্যে প্রশংসা পেয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমাবোদ্ধাদের কাছে। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালীর ম্যাগনাম ওপাস বাজিরাও মস্তানি। কিন্তু শুধুমাত্র অভিনেত্রীর ভূমিকাতেই সন্তুষ্ট নয় দীপিকা। এবার তার ইচ্ছে প্রযোজনায় হাত পাকানোর। তার মতে তিনি গুছিয়ে কাজ করতে ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকেই তার প্রযোজক হওয়ার ইচ্ছে।
তার সোজাসাপটা কথা, 'আমার মনে হয় প্রযোজক হওয়ার মতো ব্যক্তিত্ব আমার আছে। আমি গুছিয়ে কাজ করতে ভালোবাসি। শুধুমাত্র আরও বেশি টাকা রোজগারের আশায় আমি প্রযোজক হতে চাই না। আমি এমন ছবি বানাতে চাই, যা দর্শকদের দেখতে ভালো লাগবে, তারা উপভোগ করবেন।' তাহলে কী ধরনের ছবি তৈরি করতে চান তিনি? 'পিকু, লভ আজ কাল, ককটেল, তামাশার মতো ছবিই বানাতে চাই। এই ছবিগুলি আমার মনের খুব কাছের।'
৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�