অতঃপর আমিরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতার প্রশ্নে মন্তব্য করায় বেশ বিপাকে আমির খান। তারপাশে দাঁড়াননি অন্য খানেরাও। তবে এ বার ‘কিং খান’কে পাশে পেলেন আমির খান।
শাহরুখ বললেন, ‘নিজেকে দেশপ্রেমিক হিসেবে বড়াই করার দরকার পড়ে না। দেশের কথা ভেবে নিজে ভাল থাকলেই আর দেশের উন্নতির জন্য চিন্তা-ভাবনা করলেই দেশপ্রেমিক হওয়া যায়। আর কিছুর প্রয়োজন হয় না। দেশের কীসে ভাল হয়, তার জন্যই আমাদের কাজ করতে হবে, কাজ করে যেতে হবে। আর আমরা যদি আন্তরিক ভাবেই নিজে সৎ থেকে সেই কাজটা করে যাই, তা হলেই মঙ্গল হবে দেশের। দেশপ্রেমিক বলে নিজেদের ঢাক পেটাতে হবে না। আর আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, হই সঙ্কীর্ণমনা বা একেবারেই প্রাদেশিক মনোভাবপন্ন, তা হলে যে কথাই বলি না কেন, যা-ই বড়াই করি না কেন, তাতে আমাদের দেশটারই ক্ষতি হবে।’
দেশে উত্তরোত্তর বেড়ে চলা অসহিষ্ণুতার আবহে আমিরের সাম্প্রতিক মন্তব্যটি নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় তুমুল হই চই হয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন শাহরুখ।
তবে আমিরের মন্তব্যের পর যেমনটা বলেছিলেন অভিনেতা হৃতিক রোশন, ওই ঘটনা থেকে সম্ভবত তেমনই কোনও ‘শিক্ষা’ নিয়ে থাকতে পারেন ‘কিং খান’!
তাই শাহরুখ বলেছেন, ‘এটা বুঝেছি, শুধু যেটা আমি নিজে জানি, সেটা নিয়েই কথা বলব। কিন্তু পেশাদার অভিনেতা হিসেবে আমার ২৫ বছর হয়ে গেল বলে যদি মানুষজন মনে করেন, আমি আরও অনেক বিষয়ে কথা বলতে পারি, তা হলে এবার আমি তাঁদের হতাশ করব!’
০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�