মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫০:২৩

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের দাবীতে মানববন্ধন

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের দাবীতে মানববন্ধন

বিনোদন ডেস্ক : বিদেশী চ্যানেলে দেশী পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন(ইমা)। আজ (১লা নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এই মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। জানা যায়, ক্রমবর্ধমান দেশীয় চ্যানেলগুলোর বাজারে সেটেলাইট ক্যাবলে বিদেশি চ্যানেলের অবাধ বিস্তার, এই বাজারকে বাড়তি চাপের মুখে ফেলেছে। সেই সঙ্গে এদেশের বিজ্ঞাপন দাতাদের বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার প্রবণতা এই শিল্পকে ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে। আর এসব কারণেই ওই মানববন্ধনে দাঁড়িয়েছে ইমা। মানববন্ধনে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধসহ দেশীয় চ্যানেলগুলোর স্বার্থ রক্ষায় বেশকিছু দাবিও উপস্থাপন করেছে তারা। ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে