বিশ্বমঞ্চে সেরা বাঙালি সিনেমাওয়ালা
বিনোদন ডেস্ক : ছায়াছবির বিশ্ব দরবারে আবারও কুর্নিশ আদায় করে নিলেন এক বাঙালি সিনেমাওয়ালা৷ গোয়ার পানাজিতে ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে পুরস্কার বিতরণী মঞ্চে আইসিএফটি-ইউনেসকো ফেলিনি অ্যাওয়ার্ড মেডেলের জন্য সগর্বে ঘোষিত হল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি, 'সিনেমাওয়ালা'র নাম৷ দেশ-বিদেশের ১১টি ছবির সঙ্গে রীতিমতো যুদ্ধ করে এই সেগমেন্টে সেরা ছবির তকমা ঘরে তুললেন কৌশিক৷
একই সঙ্গে এক বাঙালির হাত ধরেই সম্মানের চূড়োয় পৌঁছল ভারতীয় সিনেমা৷ কারণ এ বার আইএফএফআই-তে কম্পিটিশন সেকশনে এ দেশ থেকে নমিনেশন পেয়েছিল মাত্র দুটি বাংলা ছবিই৷ দেবেশ চট্টোপাধ্যায়ের 'নাটকের মতো' আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'সিনেমাওয়ালা'৷ তাই সেই দৃষ্টিভঙ্গিতে সিনেমাওয়ালার স্বীকৃতি পাওয়া গোটা ভারতীয় সিনেমা জগতের জন্যই এক অনন্য সম্মান৷
আলো ঝলমলে পুরস্কার বিতরণী মঞ্চে প্রতিযোগিতায় সেরা হয়েই সিনেমাওয়ালা কৌশিকের বক্তব্য, 'বাংলা ছবি, এবং তার স্রষ্টা আরও এক বাঙালি সিনেমাওয়ালাদের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে চাই, যেমনটা চাই আমার সহকর্মী এবং টেকনিশিয়ানদের সঙ্গে পরিবার, প্রযোজকের সঙ্গে তো বটেই৷'
সিনেমাওয়ালা ছবির প্রযোজক ভেঙ্কটেশ ফিল্ম-এর পক্ষ থেকে শ্রীকান্ত মোহতা বলছেন, 'ভীষণ ভালো লাগছে৷ আইএফএফআই-তে পর পর তিন বছর 'অপুর পাঁচালি', 'ছোটদের ছবি' আর 'সিনেমাওয়ালা'র জন্য পুরস্কার এলো বাংলায়৷ আর এই পুরস্কার ভীষণ প্রেস্টিজিয়াস৷'
দেশি-বিদেশি ছবির লড়াইয়ে তার 'সিনেমাওয়ালা'র সেরা হওয়াকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত মনে করছেন কৌশিক৷ তার কথায়, 'প্রথম ভারতীয় পরিচালক হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছি৷ যেটা আমার কাছে খুবই গর্বের৷ আর অ্যাওয়ার্ড পেলে মনে হয়, আমার সিনেমা ভাবনা যে পথে এগোচ্ছে সেই পথটা ঠিক আছে'৷ সূত্র : টাইমস অপ ইন্ডিয়া।
১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�