মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:১১:৫০

বাঁশিতে ৭৭ বছরের সুর সম্রাট

বাঁশিতে ৭৭ বছরের সুর সম্রাট

বিনোদন ডেস্ক : রাতের আলসেমি ভেঙে বাঁশির সুরে মুগ্ধ করবেন ৭৭ বছরের সুর সম্রাট চৌরাসিয়া। হিমেল হাওয়াও ক্ষণিক দাঁড়িয়ে তার সুর শুনে নেন বাঁশির মুগ্ধ প্রেমীরা। গত কয়েকবারের ধারাবাহিকতায় উপমহাদেশের এ পণ্ডিত আজ বাঁশিতে ঠোঁট রেখে মুগ্ধতা ছড়াবেন চতুর্থবারের মতো আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সবে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদন যারা সরাসরি শুনেছেন তারা জানেন ৭৭ বছর বয়সী এ সুরের সম্রাট আজো বাঁশি হাতে সহজ-সরল ও সাবলীল। সুরের ওঠানামায় শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যান সংগীতের অজানা রাজ্যে। চৌরাসিয়া বিখ্যাত বাঁশের বাঁশিবাদনের জন্য। ১৯৩৮ সালে উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম নেয়া চৌরাসিয়া বাবা ছিলেন কুস্তিগির। চাইতেন সন্তানও বড় হয়ে সে পথেই হাঁটবে। কিন্তু ছোটবেলা থেকেই সংগীতে অনুরাগী চৌরাসিয়া ১৫ বছর বয়সেই বেনারসের পণ্ডিত রাজা রামের কাছে উচ্চাঙ্গ কণ্ঠসংগীতে তালিম নেয়ার মাধ্যমে সুরের জগতে পা রাখেন। এরপর পণ্ডিত ভোলানাথের একক বংশীবাদন শুনে বাঁশির তালিম নিতে শুরু করেন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ভারতের গুণী এ পণ্ডিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বারবার। এর মধ্যে ১৯৮৪ সালে সংগীত নাটক একাডেমি পুরস্কার, ১৯৯৪ সালে যশভারতী সম্মান, ২০০০ সালে পদ্মবিভূষণ এবং ২০১২ সালে ন্যাশনাল এমিনেনস অন্যতম। আজ বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যালের শেষদিনের আয়োজন শুরু হবে অনিমেষ বিজয় চৌধুরী ও তার দলের পরিবেশনা দিয়ে। মঞ্চে উঠবেন বিদুষী আলারমেল ভাল্লি, ইরশাদ খান, সামিহান কশলকার, ওস্তাদ সুজাত খান আর ওস্তাদ রশিদ খান। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে