বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:৩৪

রবীন্দ্রনাথ হচ্ছেন নাসিরুদ্দিন শাহ

রবীন্দ্রনাথ হচ্ছেন নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক : ‘থিঙ্কিং অব হিম’ নামের একটি সিনেমা তৈরি করতে চলেছেন আর্জেনটেনিয়ান চলচ্চিত্র নির্মাতা পাবলো সিজার। এই সিনেমাটি হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা পাবলো। আর এতে রবী ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ১৯২৪ সালটিকে কেন্দ্র করে সিনেমার শুটিং হবে। সে সময়ে কবির বয়স ছিল ৬৩ বছর। এর মধ্যে কিছু দৃশ্য রঙিন ও কিছু প্রয়োজন মতো সাদা-কালো হবে। নির্মাতা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই সিনেমাটির শুটিং করবেন তিনি। ভারতের শান্তি নিকেতন ও আর্জেনটিনায় হবে সিনেমাটির শুটিং। পরিচালক হিসাবে সিজার যথেষ্ট পরিচিত নাম। ‘ব্যাঙ্কস’, ‘হুনাবকু’ ইত্যাদি বিখ্যাত সিনেমা তৈরি করেছেন তিনি। ভারতে এসে নাসিরুদ্দিন শাহকে রাজি করিয়েছেন এ চরিত্রে অভিনয় করার জন্য। জানা গেছে, পরিচালক সিজার রবীন্দ্রনাথ ঠাকুরের গুণমুগ্ধ। ৩৪ বছর বয়সে ভারতে এসে তিনি শান্তিনিকেতনে যান ও কবিগুরুর পাঠদান পদ্ধতি দেখে মুগ্ধ হন। ০২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে