মুখ্যমন্ত্রীর তহবিলে রজনীকান্তের ১০ লাখ
বিনোদন ডেস্ক : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন। এখন পর্যন্ত পাওয়া সংবাদে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাড়ানো খুবই প্রয়োজন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলেন ভারতের অভনয় দেবতা রজনীকান্ত। তিনি ছাড়াও শিবকুমার, ধনুশ, বিক্রম প্রভুর মতো তামিল অভিনেতারাও আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ টুইটারে শেয়ার করছেন তার অভিজ্ঞতা। তিনি লিখেছেন, ‘সুরক্ষার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি না থামা পর্যন্ত অন্ধকারেই থাকতে হবে। সাবার বাড়িতে ড্রেনের জল ঢুকে গিয়েছে। আমরা যেন পানির উপরেই ভাসছি। তামিলনাড়ুকে একমাত্র সৃষ্টিকর্তাই এখন বাঁচাতে পারেন।’
এই পরিস্থিতিতে প্রশাসনের আশঙ্কা বাড়িয়ে আজ আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী চার দিন চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব চেয়ে খারাপ অবস্থা রেল ও বিমান পরিষেবার। প্রশাসনিক সূত্রের খবর, অতিরিক্ত বৃষ্টির কারণেই ডুবেগেছে চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে জল ঢুকে পড়ায় আজ সারাদিন সব প্লাইট বাতিল করা হয়েছে।
নানা জায়গায় ডুবেছে রেল লাইনও। এ দিন বাতিল হয়েছে ১২টি ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও ১১টি ট্রেন। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা।
২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�