'যোধা আকবর' এখন নিউ ইয়র্কে!
বিনোদন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে পুরনো ছবি ও সিনেমার সংগ্রহশালা এটি৷ সারা বিশ্বের বিখ্যাত সব ছবি স্থান পেয়েছে এই সংগ্রহশালায়৷ এবার ভারতীয় পরিচালক আশুতোষ গোয়ারিকার পাঁচটি ছবিও সেই তালিকায় স্থান করে নিয়েছে নিউ ইয়র্কের জর্জ ইস্টম্যান মিউজিয়ামের৷ হৃত্বিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত ঐতিহাসিক রোম্যান্টিক ছবি 'যোধা আকবর'ও এই তালিকায় রয়েছে৷ ভারতীয় তো বটেই প্রচুর আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে এই ছবির ঝুলিতে৷ এবার তাতে নতুন সংযোজন ইস্টম্যান মিউজিয়ামের আর্কাইভে স্থান করে নেওয়া৷ টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
'ফিল্ড অফ ড্রিমস', 'মিলিয়ন ডলার বেবি', 'রেজিং বুল', 'রকি'-র মতো খেলা নির্ভর ছবির সঙ্গে এই মিউজিয়ামে একস্থানে জায়গা করে নিয়েছে 'লগান'৷ টাইমস ম্যাগাজিনও তাদের সর্বকালের সেরা ২৫টি খেলা নির্ভর ছবির মধ্যে স্থান দিয়েছিল 'লগান' সিনেমাটিকে৷
বক্স অফিসে সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'স্বদেশ'৷ এই ছবিটিও রয়েছে মিউজিয়ামের সংগ্রহে৷ এর সঙ্গে আশুতোষের 'খেলে হাম জি জান সে' আর 'হোয়াটস ইওর রাশি'ও রাখা হল এখানে৷ আর্কাইভে স্থান পাওয়া পাঁচটি ছবির মধ্যে 'লগান' ছাড়া বাকি চারটির প্রযোজক সুনীতা গোয়ারিকর৷ উচ্ছসিত সুনীতা জানিয়েছেন, এই আর্কাইভ ক্ষেত্রে বিশাল বড় জায়গা৷ সেখানে স্থান পাওয়া সবসময়ই সম্মানের বিষয়৷ আর একটা নয়, পাঁচটা ছবি সেই সম্মান পাওয়ায় স্বভাবতই ভীষণ খুশি সবাই৷
২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�