‘গ্যাংনাম স্টাইল’র পর এবার 'ড্যাডি ’
বিনোদন ডেস্ক : ২০১২ সালে রিলিজ হওয়ার পর গোটা বিশ্বে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিল গ্যাংনাম স্টাইল। দক্ষিণ কোরিয়ার পপ গায়ক সাইয়ের গ্যাংনাম স্টাইল জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে এটি বিলিয়নের (১০০ কোটি) ঘর যে পেরিয়ে গিয়েছিল। আর এই 'গ্যাংনাম স্টাইল'-এর পর এবার সাইয়ের নতুন গান ড্যাডি। গ্যাংনাম স্টাইলের কায়দাতেই 'ড্যাডি' নজর কাড়ছে। কারন এই ড্যাডি গানটি ইউ টিউবে আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে এখন পূর্যন্ত প্রায় ৪৮ লক্ষ বার ভিউজ হয়ে গিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছে ড্যাডি গানটি হয়তো বা 'গ্যাংনাম স্টাইল'-এর রেকর্ডও ভেঙ্গ দিতে পারে।
এছাড়া, ২০১২ সালের ১৫ জুলাই ইউটিউবে নিজের অদ্ভুত লিরিক, তার চেয়েও অদ্ভুত নাচের ভঙ্গির এই ভিডিও প্রকাশ করেছিলেন সাই। ওই বছরের সেপ্টেম্বরেই গিনেসে নাম ওঠে ভিডিওটির। ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানায়, ‘২৮ সেপ্টেম্বর (২০১২) পর্যন্ত ২২২টি দেশ থেকে এই ভিডিও দেখা হয়েছে, রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের চেয়েও যা বেশি।’
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ