অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফের বির্তকিত বক্তব্যে শাহরুখ
বিনোদন ডেস্ক : সম্প্রতি অসহিষ্ণুতা প্রসঙ্গে শারুখ খানের মন্তব্যকে নিয়ে উত্তল হয়ে পরেছিল পুরো ভারত। বিভিন্ন মহল থেকে কিং খানের এই মন্তব্য কে তিব্র নিন্দা জানানো হয়েছে। তবে শারুখ পরে বলেছেন যে, তার খথাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টিা করা হয়েছে। কিন্তু আবারো শারুখের মুখ থেকে বেড়ল বির্তকিত বক্তব্য। এবার ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৫-এর মঞ্চে শাহরুখ বলেছেন, ‘‘রেখার থেকে অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে ‘ফোর-প্লে’র মতো’’। আর এর পরই ফের বিতর্কিত মন্তব্যের জন্য শিরেনামে তিনি।
সম্প্রতি ফিল্ম ফেয়ারের মঞ্চে শাহরুখের হাতে পুরস্কার তুলে দেন রেখা। পুরস্কার নেওয়ার পর রেখাকে জড়িয়ে ধরে এই মন্তব্য করেছেন বলিউ়ড বাদশা। যদিও নিজস্ব ভঙ্গিতে তখনই পরিস্থিতি সামলে নেন শাহরুখ। তিনি বলেন, ‘‘আসলে আমি খারাপ কিছু মিন করতে চাইনি।’’ কিন্তু এ নিয়ে যা তোলপার হওয়ার তা ততক্ষণ শুরু হয়ে গিয়েছে।
কিন্তু এ নিয়ে রেখার কী ভাবছেন? সবার সামনে শাহরুখের এই কথাতে কি তিনি অপমানিত বোধ করলেন?
উত্তরটা হল না। শাহরুখর কথার উত্তরে হালকা হেসে মাথা ঝুঁকিয়ে রেখা জানান, ‘‘৬১ বছরে কোনও কিছুরই কোনও মানে হয় না। তুমি এগিয়ে যাও।’’ উপস্থিত দর্শকরা রেখার পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যান। তবে এই ঘটনার পর শাহরুখের দিকে বেশ বাঁকা নজরেই দেখছেন বলিউ়ের একাংশ।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ