ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘একাত্তরের ক্ষুদিরাম’
বিনোদন ডেস্ক : পুরস্কৃত হলো বাংলাদশের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’। মান্নান হীরা রচিত ও পরিচালিত এ চলচ্চিত্রটি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ‘চিলড্রেন্স ইন্ডিয়া’-এ ‘বেষ্ট জুরি’র খেতাব জিতেছে। অনুষ্ঠানটি দেশটির কর্ণাটক প্রদেশের ম্যাঙ্গালোরা শহরে ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
মান্না হীরা জানান, দশম বারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র শাখায় বিভিন্ন দেশ থেকে ১১০ টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। উৎসবে একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন ফিল্ম প্রদর্শিত হয়।
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রে শহীদ ক্ষুদিরাম নাটক দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি মফস্বল শহরের কয়েকজন স্কুল বালক-বালিকা মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য প্রকাশ করে। পরাধীন দেশকে শত্রুমুক্ত করতে ক্ষুদিরামের মতো বোমার আঘাতে নিশ্চিহ্ন করে পাকিস্তানী মেজরের গাড়ীর বহর। প্রকৃতপক্ষে ১৯০৮ সালে ক্ষুদিরামের ফাঁসি হয়, কিন্তু এ চলচ্চিত্রে বালকের দল জয়ী হয় এবং ঘোষনা করে- ‘আমরা একাত্তরের ক্ষুদিরাম’।
০৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�