আজহারকে পেয়েই খুশি : প্রাচী দেশাই
বিনোদন ডেস্ক : লর্ডসের সেই বাইশ গজের কথা আজও সকলের মনে আছে। ডান হাতি পাঞ্জার ছয়ে-চারের উত্তালেই যেন ভাসছিল লর্ডসের গ্যালারি। তার একটার পর একটা ছয়-চার ছুঁয়ে যাচ্ছে বাউন্ডারি অভার বাউন্ডারি। ক্রিজে আছেন সেই তারকা মহম্মদ আজহার উদ্দিন। তবে বাস্তব জীবনের আজহার উদ্দিন নয় তিনি। তিনি হলেন বলিউডের সুপার হিরো ইমরান হাসমি। অ্যান্টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’-এ বায়োপিকে তিনিই নায়কের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক নতুন বছরেই এই বায়োপিক উপহার দিতে চান দর্শকদের।
২০১৬ সালের ১৩ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা। ১৭ বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় আসার পর থেকে তার জীবনের প্রতিটি মোড়, তাকে ঘিরে প্রতিটি বিতর্কেরই ঝলক রয়েছে এই ছবিতে। এমনকী তুলে ধরা হয়েছে তার দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়ও। যেখানে তার প্রথম স্ত্রী নৌরিনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী প্রাচী দেশাই, দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় রয়েছে নার্গিস ফখরি।
সম্প্রতি হায়দরাবাদে শুটিং করতে গিয়েছিলেন ইমরান আর প্রাচী। শুটিং সেরেই তার ‘নৌরিন লুক’ পোস্ট করেন। প্রাচী দেশাই জানান, নৌরিনের ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি খুবই খুশি। তবে বাস্তবের আজহারকে না পেলেও সিনেমার আজহারকে পেয়েই খুশি! তা ভাইরাল হতেও বেশি সময় লাগেনি এই ছবিটি।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�