‘আমার গান নিয়েও কারচুপি!’
বিনোদন ডেস্ক : আপনার কাছ থেকে আমি সত্যিই এটা আশা করিনি। করিনি বলেই যখন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের অনেকেই ফোন করে জানান যে, আপনার নির্দেশিত 'অ্যাবি সেন' ছবিতে জয়তী চক্রবর্তীর নাম দিয়ে আমার গাওয়া গান আপনি বেমালুম ব্যবহার করেছেন, প্রথমটা কিছুতেই বিশ্বাস করিনি। আমি জানতামই না যে এরকম করা যায়, কেউ করতে পারে!
রেডিও মির্চির আরজে শ্রী থেকে গায়িকা কৃষ্ণা গুহঠাকুরতা, দেবাশিস রায়চৌধুরী কে না ফোন করেননি আমাকে এই অসঙ্গতির কথা জানিয়ে। একের পর এক ফোন পেয়ে শেষে সিনেমাটা দেখতে যাই। আপনার এই কারচুপিতে আমি অত্যন্ত শক পেয়েছি অতনু বাবু। আমাকে একবার জানানোর প্রয়োজনটুকুও আপনার মাথায় এল না। আমার পুরনো গান নিয়ে সিনেমায় চালিয়ে দিলেন, তার জন্য ন্যূনতম একটা সরি বলতেও পারেন নি? আমি নিজে আপনাকে ফোন না করা পর্যন্ত আপনার সময় হল না অতনু বাবু! সত্যিই বড় ব্যস্ত আপনি!
তারা চ্যানেলের জন্য কৌশিক সেন ও কনীনিকা অভিনীত একটি টেলিফিল্মে প্রায় ৬-৭ বছর আগে আমাকে দিয়ে একটি গান রেকর্ড করান আপনি। আমার গলায় রবীন্দ্রনাথের 'স্বপনপারের ডাক শুনেছি' গানটি আপনার কাছেই ছিল। গানটা আরেকবার ব্যবহার করতে চাইলে, আমাকে একবার জানালেই পারতেন। অসুবিধে তো কিছু ছিল না। কিন্তু আপনি কী করলেন? আমাকে একবারও না জানিয়ে গানটা অ্যাবি সেনে ব্যবহার করলেন। শুধু তাই নয়, টাইটেল কার্ডে আমার বদলে নাম দিলেন জয়তী চক্রবর্তীর।
জয়তী এই ঘটনা কীভাবে নেবেন আমি জানি না। তবে আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি অত্যন্ত আপমানিত। পুরো ঘটনাটা জয়তীর জন্যও খুবই অপমানজনক। যে গান ও গায়নি, সেই গানের জন্য টাইটেল কার্ডে ওর নাম! গানের গলা একজনের, নাম যাচ্ছে আরেকজনের! তবে জয়তীর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। সিনেমার পরিচালক আপনি, আমার গাওয়া গানটা ছিল আপনার কাছে, পুরো ঘটনার দায়ভারও আপনার। একজন শিল্পীর পক্ষে এই ঘটনা কতটা অসম্মানজনক, সেটা বোঝার ক্ষমতা কি পুরোপুরি হারিয়ে ফেলেছেন?
আমি আপনাকে ফোন করলে তবে আপনি সরি বলেন। কিন্তু পুরো ঘটনাটার জন্য আপনি যে ব্যাখ্যাটা দিলেন, সেটা আমার মাথায় ঢুকল না। আপনি বললেন, খালি গলায় জয়তীর গানটা আপনি রেকর্ড করেন। সঙ্গে রেফারেন্স হিসেবে আমার গানটা পাঠিয়েছিলেন। ভুল করে জয়তীর জায়গায় আমার গাওয়া গানটা বসানো হয়ে গিয়েছিল। প্রথম কথা হল, রেফারেন্স হিসেবে আরেকজনের গান পাঠানোর অর্থ আমার বোধগম্য হল না। আমার ননদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও বললেন যে, এরকম হয় বলে তিনি কখনও শোনেননি। দ্বিতীয় কথা, আপনি পরিচালক, এডিটিং-এর সময় আপনি এই 'ভুল'টা দেখলেন না, ফাইনাল প্রিন্টিং-এর সময়ও আপনার চোখ এড়িয়ে গেল, এটা কী করে সম্ভব? আসলে আপনি ইচ্ছাকৃতভাবেই এটা করেছেন।
আপনি তো বললেন যে সিনেমা রিলিজ করার পর অনেকেই আপনাকে ফোন করে এ বিষয়টা জানায়। তখনও আপনার একবারও মনে হল না, আমাকে ফোন করে একটা সরি বলা উচিত? অন্যের গান না জানিয়ে ব্যবহার করার পর এই ন্যূনতম সৌজন্য, ভদ্রতাবোধটুকুও আপনি দেখাতে পারলেন না অতনু বাবু। আমি নিজে থেকে আপনাকে ফোন করলাম, তবে আপনি আমাকে সরি বললেন। আমি কিন্তু কোনও নতুন শিল্পী নই, যে পুরো অপমানটা হজম করে যাব। আমি অনেক বছর ধরে গান গাইছি। ৬-৭টা সিডি আছে। আপনার নিন্দনীয় আচরণের অত্যন্ত নিন্দা করছি। আশা করি আপনর শুভবুদ্ধির জয় হবে। সূত্র : টাইমস অপ ইন্ডিয়া।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�