শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:২৮:৩৩

দিলওয়ালেতে হলিউডি গল্পের ছায়া!

দিলওয়ালেতে হলিউডি গল্পের ছায়া!

বিনোদন ডেস্ক : ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত ছবি দিলওয়ালে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি সম্পর্কে শাহরুখ-কাজলের লক্ষ লক্ষ ফ্যানদের প্রত্যাশা আকাশচুম্বী। এই ছবি নিয়ে বলিউড বক্স অফিসের প্রত্যাশাও কম নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির প্রথম মিউজিক ভিডিও ‘গেরুয়া’। আর এই ভিডিও প্রকাশিত হওয়ার পর পরই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগনিত ভক্তকুলের ধৈর্য আর বাঁধ মানছে না। দর্শকরা ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর কারণ অবশ্য দু’টো। এক) দীর্ঘ দিন পর শাহরুখ-কাজলের অনবদ্য কেমেস্ট্রি রোহিত শেট্টির পরিচালনায় দেখা। আর দুই) এ ছবির গল্পটা হয়তো সবার চেনা। অন্তত ছবির ট্রেলর দেখে তেমনই বিশ্বাস। জানা জায়, ২০১৪-র অক্টোবরে মুক্তি পাওয়া মাইকেল হফম্যান পরিচালিত হলিউড ছবি ‘দ্য বেস্ট অফ মি’-র গল্পের সঙ্গে দিলওয়ালে গল্পের অদ্ভুত মিল। দ্য বেস্ট অফ মি-র গল্পের মূল দু’টি চরিত্র ডসন (যে চরিত্রে অভিনয় করেছেন জেমস মার্সডেন) এবং আমান্ডা (মিশেল মোনাঘন)। নিকোলাস স্পার্কের রোম্যান্টিক নভেল ‘দ্য বেস্ট অফ মি’ অবলম্বনে এই ছবিটির চিত্রনাট্য লেখা হয়। এই গল্পে ডসন এবং আমান্ডা যখন হাইস্কুলের ছাত্র তখন তারা একে অপরের কাছাকাছি আসে। ভালোবেসে ফেলে একে অপরকে। এর পর ছাড়াছাড়ি। এর কুড়ি বছর পর আবার মুখোমুখি হয় তারা। কিন্তু ছেলেটির (ডসন) জীবনের এক অন্ধকারময় অধ্যায় ডসন এবং আমান্ডার সম্পর্কেও প্রভাব ফেলে। আর এই টুইস্ট কাটিয়ে আবার প্রেমে ফেরার গল্পই রয়েছে দ্য বেস্ট অফ মি-এ। রোহিত শেট্টির দিলওয়ালে-র ট্রেলর দেখে দর্শকদের এটাই ধারনা, কারন এ গল্পও সে পথেই হেঁটেছে। শুধু ছবির নাম আর নায়ক-নায়িকা আলাদা। তবে এখনও চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। দিলওয়ালে-র মুক্তির অপেক্ষায় আমিও রয়েছি। কারণ, ছবির গল্প, পোস্টার যতই এক হোক না কেন বলিউডের মশালা, শাহরুখ-কাজলের অসাধারণ রোম্যান্সে উত্তাপ ওই হলিউড ছবিতে কী পাওয়া যায়! তাই অপেক্ষায় আছি ছবিটি থেকার জন্য। ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে