নারী নির্যাতন রুখতে ফারহানের ডাক
বিনোদন ডেস্ক : ভারতে নারী নির্যাতন রোধে এ বার পুরুষদের সচেতন করে তোলার বিশেষ কর্মসূচি নেওয়া হল। সেই কর্মসূচিকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দিলেন বলিউডের সুপার স্টার ফারহান আখতার।
ওই কর্মসূচিতে এ বার পুরুষদের শেখানো হবে, কী ভাবে সমাজের ‘অর্ধেক আকাশ’ নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়। সেই লক্ষ্যেই গড়া হয়েছে ‘মেন এগেনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন’ (মর্দ)।
পার্ক অ্যাভিনিউয়ের সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে বলিউডের সুপার স্টার ফারহান আখতার বলেন, ‘‘মর্দ যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তাতে এ বার পুরুষরাই সংগঠিত ভাবে নারী নির্যাতন বন্ধে ও মহিলাদের সমানাধিকারের দাবিতে সোচ্চার হবেন।’’
৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ