ডিসেম্বরে আসছে সালমানের জীবনী
বিনোদন ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার সালমন খানের ৫০ তম জন্মদিনে প্রকাশিত হতে চলেছে তার জীবনী ‘বিইং সালমন’। প্রকাশক সংস্থা সূত্রে খবর, সালমনের ব্যক্তিগত জীবন ও তার বংশ পরিচয়ের কথা তুলে ধরা হয়েছে ওই বইতে। বইটির লেখক দিল্লির এক সাংবাদিক জসিম খান।
সংশ্লিষ্ট প্রকাশক সংস্থাটি জানিয়েছে, এটিই সালমনের প্রথম বায়োগ্রাফি। তার জীবনের বহু না জানা তথ্য উঠে এসেছে এই বইতে। ১৯৮৮ সালে প্রথম বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘কিক’ এবং সম্প্রতি ‘বজরঙ্গী ভাইজান’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমায় দর্শকদের মন জয় করেছেন তিনি।
সালমনের ব্যক্তিগত জীবনেও বারবার ঘনিয়ে এসেছে বিতর্কের কালো মেঘ। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলা বা কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় প্রকাশ্যে কাটাছেঁড়া হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে।
তবে, তার জীবনের আরও একটি দিক হল, বহু সামাজিক উন্নয়নের কাজেও সামিল হয়েছেন তিনি। ‘বিইং হিউম্যান’ নামে একটি সংস্থা তারই আনুকূল্যে চলে।
সালমন আসলে কে? কীভাবে এই পথে এলেন তিনি? বহু অজানা তথ্য তুলে ধরা হবে এই জীবনী গ্রন্থে।
৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ