শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৬:৩৫

সালমানের প্রেম গড়ল নয়া রেকর্ড

সালমানের প্রেম গড়ল নয়া রেকর্ড

বিনোদন ডেস্ক : এ বছরই মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীতি ‌‘বাজরাঙ্গি ভাইজান’ চলচ্চিত্রটি। যা একের পর এক রেকর্ড গড়েছিল মুক্তির পর। এবার একই অভিনেতার ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পেয়েছি ১২ নভেম্বর। এরই মধ্যে ছবিটি বক্স অফিস মাত করে আয় করে নিয়েছে ৪০০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, মুক্তির ২১ দিনের মাথায় ভারতে ৩০৫ কোটি রুপিসহ মোট ৪০০ কোটি রুপি আয় করেছে ‘প্রেম রতন ধন পায়ো’। গত ১ ডিসেম্বর এক টুইটে তরুণ আদর্শ লেখেন, ‘আজ ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার আয় বিশ্বব্যাপী ৪০০ কোটির কাছাকাছি পৌঁছেছে। সোমবার পর্যন্ত ভারতে আয় করেছে ৩০৫ কোটি রুপি। পাশাপাশি ভারতের বাইরে আয় করেছে ৯৩.৭ কোটি রুপি। মোট ৩৯৮.৭ কোটি রুপি।’ এরপর গত মঙ্গলবার এবং বুধবার সিনেমাটি আয় করেছে ৪.০৭ কোটি এবং ৩.৩২ কোটি রুপি। ইতোমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের সিনেমা আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’কে ছাড়িয়ে গেছে ‘প্রেম রতন ধন পায়ো’। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার পর পরিচালক সুরাজ বার্জাতিয়ার সঙ্গে ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় দেখা গেছে সালমানকে। ১৬ বছর পর এ সিনেমার মাধ্যমে সুরাজ বার্জাতিয়ার সিনেমায় প্রেম নামে ফিরছেন এ অভিনেতা। সুরাজ বার্জাতিয়া পরিচালিত প্রেম রতন ধন পায়ো তৈরি করতে খরচ হয়েছে ৮০-১০০ কোটি রুপি। হিন্দি সংস্করণ ছাড়াও তামিল এবং তেলেগু সংস্করণে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। প্রেম রতন ধন পায়ো সিনেমায় রাজকুমারী মৈথিলীর ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। প্রেম ও বিজয়ের ভূমিকায় আছেন সালমান খান। সিনেমাটিতে নীল নীতিন মুকেশের চরিত্রটি একটু নেতিবাচক। সালমানের সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন স্বারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি এবং দীপক দব্রিয়াল। ০৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে