দুর্গতদের পাশে পুরো বলিউড
বিনোদন ডেস্ক : বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের তামিলনাড়ু রাজ্য। টানা ১ মাসের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত আড়াইশো মানুষ মারা গিয়েছে।
এদিকে রাজ্যের এমন অবস্থায় থেমে থাকতে পারেননি বলিউড। আর তাই তো এ বিপর্যয়ে সাহায্যের বার্তা নিয়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরা।
গত মঙ্গলবার রাত থেকে একটানা ভারি বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে চেন্নাই বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে।
এছাড়া সেখানে সব ধরণের যানবাহন যোগাযোগও বন্ধ রয়েছে বলে জানা যায়। তবে গত কিছুদিন থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
চেন্নাইয়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর বলিউডের সুপারস্টার অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন। তিনি এই সময়ে আক্রান্তদের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান।
চেন্নাইয়ের সকল ভাই ও বোনদের আল্লাহ রক্ষা করুন। তাদের নিরাপদে রাখুন। প্রাকৃতিক এই দুর্যোগ সকলের সহযোগিতায় কাটিয়ে উঠারও আহ্বান জানান শাহরুখ খান।
রিতেশ দেশমুখ টিভি চ্যানেলের খবরে বন্যার্তদের দেখে রীতিমত উদ্বিগ্ন। তিনিও আক্রান্ত সকলের প্রতি শুভ কামনা জ্ঞাপন করেন। এছাড়া বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ডেইজি শাহ, ফারহান আখতারের মত তারকা অভিনেতা অভিনেত্রীরা চেন্নাইয়ে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের জন্য প্রার্থনা করেন এবং তাদের সহযোগিতা করারও আশ্বাস দেন।
এছাড়া সকলেই হ্যাশ ট্যাগ দিয়ে বন্যার্ত এলাকার মানুষদের জন্য পর্যাপ্ত ‘খাদ্য’ সরবরাহের আহ্বান জানান।
০৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�