শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:৩০

বিজয়ের উৎসবে মাতবে কলকাতা

বিজয়ের উৎসবে মাতবে কলকাতা

বিনোদন ডেস্ক : ১৬ ডিসেম্বর মানেই গৌরাজ্জ্বল দিন। যেদিনটির জন্য দীর্ঘ ৯টি মাস প্রাণপন লড়াই করেছে মুক্তিকামি ছাত্র-জনতা-কৃষক-জেলে-মোটে-কামার। অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয়ের স্বাদ পেলো বীর-বাঙালি। এবার সেই মহান বিজয় দিবস উপলক্ষে কলতায় পালিত হবে বাংলাদেশ বিজয় উৎসব ২০১৫। নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ উৎসবটি। উৎসবটি ১৫ ডিসেম্বর থেকে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী রুনা লায়লা, কোনাল, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, রেনেসাঁ, লালন শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া, সুফি সংগীত, চট্টগ্রাম। এ ছাড়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে আরও অংশ নেবেন তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মোস্তফা, নাসিমা শাহিন ফেন্সি, মৌটুসী ও অণিমা রায়। বিজয় উৎসবের সঙ্গে সঙ্গে আয়োজন করা হয়েছে একটি মেলার। আর এতে থাকছে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্প ও বুটিকের প্রদর্শনী। এ ছাড়াও, থাকবে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও পিঠাসহ বাংলাদেশি মুখরোচক খাবারের প্রদর্শনী। ০৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে