অমিতাভ বসাতে বাইকের মূল্য এক কোটি রুপি!
বিনোদন ডেস্ক : ষাট দশকের আকাশিরঙা বাজাজ কোম্পানির একটি বাইক, বর্তমানে যার বাজার দর বড়জোর ৩০ থেকে ৪০ হাজার রুপি হবে। কিন্তু সেই বাইকে অমিতভাব বসেছেন, তাই এই বাইকটির মূল্য নাকি এখন কোটির উপরে উঠেছে! ভাবা যায়! কিন্তু এটাই সত্যি। আর তা জানালেন বাইকটির মালিক সুজিত সুর।
কিছুদিন আগেই অমিতাভ বচ্চন ভারতের কলকাতার বিভিন্ন স্থানে করেছেন তার নতুন ছবি ‘তিন’-এর শুটিং। সে সময়ই অমিতাভকে একটি আকাশি রঙের মোটরবাইকে চড়তে দেখা যায়। সেই বাইকটির মালিকই হলেন সুজিত সুর।
কলকাতায় বিভিন্ন ছবির শুটিংয়ে তিনি যানবাহন সরবরাহ করে থাকেন। টালিউডের লোকজন তাকে ভাইদা নামে চেনেন।
‘তিন’ ছবির পরিচালক ঋভু দাশগুপ্ত এবং তার দল অমিতাভের চরিত্রের জন্য মানানসই এই বাইকটি হন্যে হয়ে খুঁজছিলেন। বাইকটির স্কেচ নিয়ে ঘুরছিলেন টালিউডের প্রপস সরবরাহকারীদের দ্বারে দ্বারে।
তখনই ভাইদা তার পুরোনো বাজাজ বাইকটি ছবির শুটিংয়ের জন্য ব্যবহার করতে দেন।
ভাইদা জানান, তার এই বাইকটি ২০ বছরের পুরোনো। ১৩ বছর আগে তিনি এটি শখের বসে কিনেছিলেন। যখন দেখলেন ‘তিন’ ছবির জন্য আঁকা স্কেচের সঙ্গে তার বাইকটি হুবহু মিলে যায়, তখন তিনি তা কিছুদিনের জন্য শুটিংয়ে ব্যবহার করতে দেন। কিন্তু এখন এই বাইকটি ভাইদার কাছে হয়ে উঠেছে জীবনের অমূল্য এক সম্পদ। কারণ তার বাইকে বসেছেন বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চন, পেছনের সিটে বসেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ভাইদা বলেন, ‘আমি তো এই বাইকে বসা অমিতাভের একটি ছবি বাড়িতে বাধাই করে রাখব। সেই সঙ্গে এ বাইকটিকেও তুলে রাখব ঘরে। কেউ যদি এখন কোটি টাকার বিনিময়ে বাইকটি কিনতে চায়, তা-ও বিক্রি করব না।’
০৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�